শিরোনামঃ

রাঙামাটিতে যুব দিবসে র‌্যালী, ঋনের চেক বিতরণ

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। “আত্নকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি” এ প্রতিপাদ্যে রাঙামাটিতে জাতীয় যুব দিবস-২০১৬ উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা, যুব ঋনের চেক, প্রশিক্ষনীদের সনদ ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সনদ পত্র বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে।rangamati-pic-01-11-16-02
র‌্যালীটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর সদস্য চাঁন মুনি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, অতিরিক্ত পুলিম সুপার শহিদ উল্লাহ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাবিব উল্ল্যা। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তর সদর উপজেলা কর্মকর্তা নূরুল আবছার।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ৭১এর স্বাধীনতা যুদ্ধে যুবদের অংশগ্রহণে দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পর যুবরা যাতে বেকার না থাকে সে জন্য সরকার যুব উন্নয়ন অধিদপ্তর বিভাগ গঠন করা হয়েছে। যাতে করে শিক্ষা গ্রহনের পর প্রশিক্ষণ গ্রহণ করে যুবরা আতœনির্ভরশীল হয়। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে মৎস্য ও মিশ্রফল চাষ করে এখন অনেকেই স্বাবলম্বী হয়েছে। এ অঞ্চলের ফল অন্য জেলায় ফরমালিনবিহীন ব্র্যান্ড ফল হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই যুবরা মৎস্য ও মিশ্রফল চাষেও আগ্রহী হতে পারে। তিনি বলেন, দেশের একটি বড়শক্তি হচ্ছে যুবরা। এদের বাদ দিয়ে দেশের সামগ্রীক উন্নয়ন সম্ভব নয়।
তিনি যুবদের প্রশিক্ষণ গ্রহনের বিষয়ে পরিষদ হতে সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন।
পরে রাঙামাটি সদরের মৎস্য, ডেইরী ,সেলাই, গার্মেন্ট ও পোল্ট্রি প্রকল্পের জন্য ৭জন প্রশিক্ষণপ্রাপ্ত খামারীকে ৩লক্ষ ৭৬হাজার টাকার চেক ও ৪টি উন্নয়ন প্রতিষ্ঠান প্রধানদের ৮৫হাজার টাকার চেক এবং প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 134 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen