শিরোনামঃ

রাঙামাটিতে দৈনিক যায় যায় দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দেশের অন্যতম জাতীয় দৈনিক যায় যায় দিন নবম বছর পেরিয়ে দশম বর্ষে পর্দাপন উপলক্ষে রাঙামাটিতে যায় যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যেগে র‌্যালী, আলোচনা সভা কেক কাটা অনুষ্ঠিত হয়।IMG_1004
শনিবার সকাল ১১টায় রাঙামাটি রিপোটার্স ইউনিটি কার্যালয়ে দৈনিক যায় যায় দিনের রাঙামাটি প্রতিনিধি ফজলুর রহমান রাজনের সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক ও দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহম্মদ, সিনিয়র সাংবাদিক ও রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি রেড ক্রিসেন্টের সাধারন সম্পাদক এম,জিসান বখতেয়ার, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ সায়েম, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি হিলবিডি টোয়েন্টি ফোর ডট কমের নির্বাহী সম্পাদক সত্রং চাকমা, সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মিল্টন বাহাদুর, চ্যানেল আই প্রতিনিধি মনসুর আহম্মদ, পাহাড় টোয়েন্টি ফোর ডট কমের সিটি এডিটর হেফাজত সবুজ, ফ্রিল্যান্স সাংবাদিক লিটন শীল, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সহ সভাপতি চৌধুরী হারুনুর রশীদ, সংবাদ প্রতিদিনের প্রতিনিধি এম, কামালউদ্দিন, উদীচি শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক বিজয় ধর, দৈনিক নবচেতনা পত্রিকার প্রতিনিধি তনয়া দেওয়ান উপস্থিত ছিলেন।IMG_1011
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক যায় যায় দিনে আমরা পার্বত্য চট্টগ্রামের খবর বেশী বেশী করে দেখতে চাই। একটি পত্রিকা তখনই পাঠক প্রিয়তা অর্জন করে যখন তার সংবাদে নিরপেক্ষতা ও বস্তুনিষ্টতা থাকে। বক্তারা দৈনিক যায় যায় দিনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 440 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen