শিরোনামঃ

রাঙামাটিতে কাল প্রথম ল্যাপটপ মেলা

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য জেলা রাঙামাটি সদরে এবারই প্রথম ল্যাপটপ মেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এবং বিআইডিডি আইসিটি প্রকল্প যৌথ উদ্যোগে এই আসুস ল্যাপটপ মেলার আয়োজন করেছে।

কাল বুধবার সকাল ১০টায় শহরের নিউমার্কেটের আশিকা সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী এই ল্যাপটপ মেলা শুরু হচ্ছে। উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান। মঙ্গলবার বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা এসব কথা জানান।
আশিকা হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, বিআইডিডি চেয়ারম্যান সুব্রত রাহা, আসুস’এর সহকারী উৎপাদন ব্যবস্থাপক ইউসুফ জামিল ফারুকি ও উৎপাদন ব্যবস্থাপনার শাওন হোসেন ফাহাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইডিডি’এর চিফ ফোকাল্টি এইচএম মহিউদ্দিন।
আয়োজকরা বলেন, ২৫-২৬ জানুয়ারি দু’দিনব্যাপী আসুস ল্যাপটপ মেলা চলবে সকাল ১০টা হতে রাত ১১টা পর্যন্ত। মেলায় সবাই নিজেদের পছন্দের ল্যাপটপ নির্বাচন করতে পারবেন। এতে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দামের ল্যাপটপ পাওয়া যাবে। ল্যাপটপ বুকিং দিলেই থাকছে আকর্ষণীয় উপহার। এছাড়া মেলায় প্রবেশ কুপনে থাকছে র‌্যাফেল ড্র’য়ের মাধ্যমে আকর্ষণীয় উপহার ট্যাব।
তারা আরও জানান, মেলা চলাকালীন পাশের হলরুমে চলবে ফ্রি ওয়ার্কশপ। সেখানে আউটসোর্সিং নিয়ে বিস্তারিত ধারণা দেয়া হবে। এছাড়া মেলায় দর্শনার্থীদের মধ্য হতে আগ্রহীদের জন্য ১০ দিনব্যাপী ফ্রি বেসিক আউটসোর্সিং কোর্সের সুযোগ রয়েছে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 194 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen