শিরোনামঃ

যারা প্রধানমন্ত্রীর জনসভা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে তাদের কঠোর হস্তে দমন করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর পার্বত্য চট্টগ্রামের আইনশৃংখলা পরিস্থিতি বিনষ্টকারীদের দমন করার ঘোষণা দিয়ে বলেছেন, সোমবার খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যারা বাধাগ্রস্ত করার অপচেষ্টা করেছে,তাদের কঠোর হস্তে দমন করা হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন,যারা ভাবেন,বারবার অপরাধ করে পার পাবেন,তারা ভুল করছেন। Home mister-
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন,যারা বাংলাদেশের বিরুদ্ধে এবং রাষ্ট্রের আনুগত্যের বিরুদ্ধে কাজ করছে তাদের সর্বশক্তি ব্যবহার করে দমন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার রাঙামাটির বাঘাইছড়িতে নতুন সাজেক থানা’র উদ্বোধন করতে গিয়ে একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,কেউ কেউ পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহারের কথা বলেন,আবার সাজেকে নতুন থানা স্থাপনেরও বিরোধীতা করেন। এটা স্ববিরোধী কাজ বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার সকালে থানার নাম ফলক উম্মোচনের মাধ্যমে থানা উদ্বোধনের কথা থাকলেও স্বরাষ্টমন্ত্রী আসতে বেশ বিলম্ব হওয়ায় বিকেলেই উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়। পরে থানা চত্বরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, র‌্যাব’র মহাপরিচালক মোঃ মোখলেসুর রহমান,পুলিশের ডিআইজি মোঃ নওশের আলী,রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল,পুলিশ সুপার আমেনা বেগম উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের উন্নয়ন ও সফলতার প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী ধীরে ধীরে পার্বত্য চুক্তির অধিকাংশ ধারাই বাস্তবায়িত হবে জানিয়ে বলেন,পার্বত্য চট্টগ্রামের আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি হলে স্বাভাবিকভাবেই নিরাপত্তাবাহিনীর উপস্থিতি কমে যাবে।

রাঙামাটি জেলার ১০টি উপজেলায় সাজেক থানাসহ মোট ১২ টি থানা স্থাপিত হলো। এর আগে জেলার দশটি উপজেলাতেই একটি করে থানা থাকলেও কাপ্তাই উপজেলায় চন্দ্রঘোনাা নামে অতিরিক্ত একটি থানা ছিলো।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 383 বার পঠিত হয়েছে


Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. Pingback: Jr Karbari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen