শিরোনামঃ

বিলাইছড়িতে আলোকিত প্রকল্পের উদ্বোধন

সিএইচটি টুডে ডট কম,,বিলাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বিলাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম ওয়াটারশেড কো-ম্যানেজমেন্ট কার্যক্রম (সিএইচটিডব্লিউসিএ) ইউএসএআইডি-ইউএনডিপি’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় এনজিও সংস্থা সিআইপিডি’র আয়েজনে ‘আলোকিত’ প্রকল্প উদ্বোধন ও অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।cipd-ort-pic

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মু. ইকরামুল ইসলাম।

সুনেন্টু চাকমার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমা, ইউএনডিপি’র ফারমার ফিল্ড এক্সপার্ট একেএম আজাদ রহমান,এনজিও সংস্থা টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা,সিঅইপিডি’র নির্বাহী প্রধান জনলাল চাকমা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ এবিএম আলমগীর, ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যা লাল তঞ্চঙ্গ্যা প্রমূখ।

কর্মশালায় প্রকল্প ধারনা ও কৌশল উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়ক শাক্যমিত্র তঞ্চঙ্গ্যা।

কর্মশালায় জনানো হয়, পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক জলধারাসমূহ ছড়া,ঝর্ণার পানি প্রবাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে সহ-ব্যবস্থাপনার মাধ্যমে গ্রামীন বনভূমি সংরক্ষন করা এবং এটাকে কাজে লাগিয়ে প্রকল্পভূক্ত জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো প্রকল্পের মূল উদ্দেশ্য।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি,সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও প্রকল্পের উপকার ভোগী জনগন অংশ নেন।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 184 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen