শিরোনামঃ

বান্দরবানে ১৮ দলের হরতাল চলছে, আটক ৩

সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। বান্দরবানে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতালের প্রথম দিন পালিত হচ্ছে।

সোমবার সকাল ৮ টার দিকে বান্দরবান বাজারের কেন্দ্রস্থলে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি-জামায়াত শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশে যোগ দেয়।BANDORBAN-map1

সকাল থেকে জেলা শহরের বিভিন্ন দোকান পাট ও শপিং সেন্টারগুলো বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাজারে ব্যবসা বাণিজ্য ও বেচা কেনা স্বাভাবিক হয়েছে। এছাড়া ব্যাংক, বীমা, অফিস আদালতে লোকজনের উপস্থিতি ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক।

এদিকে বান্দরবান থেকে দূর পাল্লার কোন যানবাহন ছেড়ে না গেলেও শহরের অভ্যন্তরে ছোট যানবাহন, সিএনজি, রিক্সা স্বাভাবিক ভাবে চলাচল করতে দেখা গেছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, হরতালে নাশকতা সৃষ্টি ও অটো রিক্সা ভাংচুরের অভিযোগে পৌর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হাবিবসহ ৩জনকে  আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নাশকতা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 242 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen