শিরোনামঃ

বান্দরবানে বিকেএসপির প্রশিক্ষণ ও প্রতিভা অন্বেষণ কর্মসুচী অনুষ্ঠিত

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষন ও নিবিড় প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রমে অংশ নিয়েছে বান্দরবান পার্বত্য জেলার ২৫০জন ক্ষুদে ক্রীড়াবিদ। সকালে বান্দরবান জেলা ষ্টেডিয়ামে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।Picture 03 june 16 (2)

ফুটবল ,ক্রিকেট, আর্চারি, টেনিস, হকিসহ সর্বমোট ১৭টি ইভেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮-১৪ বছর বয়সী বালক বালিকারা এই বাছাই কার্যক্রমে অংশ নেয়।

সকালে খেলোয়াড় বাছাই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোড়ায়দের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্টান (বিকেএসপি)র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.সামছুর রহমান,পিএসসি। এসময় অন্যান্যদের মধ্যে বিকেএসপির প্রশিক্ষক মো.আলমগীর আলম, ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

সারাদেশে ৪টি অঞ্চলে তৃনমূল পর্যায়ের ৮-১৪ বছর বয়সী খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষনের এই কার্যক্রমের আওতায় সারাদেশের বাছাইকৃত ১হাজার খেলোয়াড়কে প্রাথমিক এক মাস প্রশিক্ষন দেওয়া হবে । পরে প্রশিক্ষনে বাছাইকৃত একহাজার জনের মধ্যে ৪শজনকে আরো চারমাস প্রশিক্ষন শেষে বাছাইকৃতদের বিকেএসপিতে ভর্তি করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 180 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen