শিরোনামঃ

বান্দরবানে বিএনপি’র দুগ্রুপের মধ্যে সংঘর্ষ

সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। বান্দরবান জেলা বিএনপি’র দু’গ্র“প জেরী ও মাম্যাচিং সমর্থকদের মধ্যে মৃদু সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে এ নিয়ে পাল্টা মিছিল সমাবেশ করেছে দুটি গ্র“পই। এসময় পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন মাম্যাচিংসহ গ্র“পের বেশ কয়েকজন সিনিয়র নেতা।BNP

সোমবার সকাল ১০ টার দিকে গ্রেপ্তারকৃত কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে এবং ১৮ দলীয় জোট আহুত হরতালের সমর্থনে মাম্যাচিংএর নের্তৃতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং জেলা বিএনপি’র একাংশ মিছিল সমাবেশ করেছে। মিছিলের এক পর্যায়ে পুলিশ বাধা দিলে বান্দরবান বাজারে পুলিশের সাথে মাম্যাচিং এর বাকবিতন্ডা হয়। পরে সেখানেই সমাবেশ করে মাম্যাচিং গ্রুপ।

অপর দিকে কিছু দুরে বাজারে ১৮ দলীয় জোটের পক্ষে মিছিল উত্তর সমাবেশ করেছে সাচিংপ্র“ জেরী গ্র“প। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ওসমান গণি, যুগ্ন সম্পাদক মুজিবুর রশিদ, যুবদল নেতা শাহাদাত হোসেন সহ জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দ।

জেরী ও মাম্যাচিং দু’গ্র“পের মধ্যে বিরাজমান কোন্দলকে ঘিরে শহরের বাজার এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করলেও বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।

এদিকে হরতালের দ্বিতীয় দিনে শহর থেকে কোন যানবাহন শহর ছেড়ে যায়নি, শহরে ঢুকেওনি। ব্যবসা বানিজ্য সীমিত আকারে চললেও অফিস আদালত চালু ছিল পুরোদমে।

আইনশৃংখলা রক্ষায় শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 244 বার পঠিত হয়েছে


Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. Pingback: Akter Hosan Sumon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen