শিরোনামঃ

প্রবীন সাংবাদিক এ,কে,এম মকছুদ আহমেদের ৭১তম জন্মদিন পালন

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। মানুষের ভালোবাসা ও ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতা ও সংবাদপত্রের পথিকৃৎ পার্বত্য অঞ্চলের সর্বপ্রথম প্রচারবহুল পত্রিকা Pic-10-07-15-4সাপ্তাহিক বনভূমি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ। শুক্রবার ১০জুলাই এ,কে,এম মকছুদ আহমেদের ৭১ তম জন্মদিনে তাঁর বাস ভবনে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্যাপন করা হয়। এছাড়া সন্ধ্যার পর থেকে এ,কে,এম মকছুদ আহমেদকে শুভেচ্ছা জানাতে আসতে থাকেন সাংবাদিক, রাঙামাটির বিভিন্ন পেশাজীবি ও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় এ,কে,এম মকছুদ আহমেদের সহধর্মীনী মঞ্জু রানী গুর্খা সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
তবে পবিত্র রমজান মাসের কারনে বাস ভবনে মিলাদ মাহফিলের মাধ্যমে এ,কে,এম মকছুদ আহমেদের জন্মদিন সংক্ষিপ্ত আয়োজন করা হয়।
বুধবার বাদ আসর রাঙামাটি জেল রোডস্থ সম্পাদকের বাসভবনে জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদের জন্মদিনের শুভ কামনা করে তাঁর উত্তোরোত্তর সাফল্য ও দীর্ঘ জীবন কামনা করে মহান সৃষ্টি কর্তার কাছে দোয়া করা হয়।
শুক্রবার ১০জুলাই জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় রাঙামাটি সাংবাদিক ফোরামের পক্ষ থেকে কেক কাটা অনুষ্ঠানে রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আবছার, এটিএন বাংলা ও এটিএন নিউজ প্রতিনিধি পুলক চক্রবর্তী, সাংবাদিক ফোরাদের সভাপতি নন্দন দেবনাথ, সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান, সাংবাদিক ফোরামের মনসুর আহম্মেদ, ইয়াসিন রানা সোহেল, শিশির দাশ, লিটন শীল, এশিয়ান টিভি রাঙামাটি প্রতিনিধি মোঃ আলমগীর মানিক সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সুর নিকেতনের সভাপতি বিশিষ্ট সংগীত শিল্পী মনোজ বাহাদুর, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ান, বীর চট্টগ্রাম মঞ্চের রাঙ্গামাটি প্রতিনিধি চৌধুরী হারুনুর রশীদ সহ অন্যান্য সংবাদকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে অতিথিরা বলেন, সাংবাদিক সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ পার্বত্য এলাকার বিভিন্ন প্রতিকুলতার মাঝেও সংবাদপত্র জগতে যে অবদান রেখেছেন তা অনস্বীকার্য ও প্রশংসনীয়।
পার্বত্য এলাকার পাঠকদের জন্য তিনি পত্রিকা প্রকাশ করে এলাকার সামাজিক ও মানুষের কল্যানে কাছ করে চলেছেন। তিনি নিজে যেমন কাজ করে গেছেন তেমনি তাঁর উত্তরসুরিদেরও সে পথে পরিচালিত করছেন। তথ্য যাচাই বাচাই করে সাংবাদিকতার নিয়ম অনুসরন করে তার পত্রিকা তিনি প্রকাশ অব্যহত রেখেছেন। এজন্য তিনি সকলের কাছে অনুকরনীয়।
আগামীতেও যাতে এ ধরনের আয়োজন হয় সে প্রত্যাশা ব্যক্ত করে অতিথিরা দৈনিক গিরিদর্পণ সম্পাদকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
জন্মদিনের অনুভুতি ব্যক্ত করতে গিয়ে গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে করেন।
তিনি বলেন, মানুষের আর্শীবাদ ও সহযোগিতায় আজো টিকে আসি। সাপ্তাহিক বনভূমি ও দৈনিক গিরিদর্পণ প্রকাশ করে অনেক সংবাদকর্মী সৃষ্টি হয়েছে। তারা আজ পার্বত্য অঞ্চল ছাড়াও ঢাকা, চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তে অনেক সাংবাদিক নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। এটা অনেক বড় পাওয়া। অন্তত মানুষের কল্যাণে তারা এখন কাজ করছেন।
তিনি বলেন, আমার সাংবাদিকতা শুরু হয় দৈনিক আজাদী পত্রিকার মাধ্যমে। সেই পত্রিকা আমাকে স্বীকৃতিস্বরূপ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক স্মৃতিপদক প্রদান করেছে। মাদার তেরেসা, শান্তিপদকসহ স্বর্ণপদক দেয়া হয়েছে পার্বত্য অঞ্চলে সংবাদপত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ।
তিনি বলেন, এই স্বীকৃতি আমার নিজের নয়। এটা পুরো পার্বত্য অঞ্চলের শান্তিকামী মানুষের। যাদের শান্তি প্রত্যাশা পুরণের জন্য এখনো নিজেকে নিয়োজিত রেখেছি। তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিন শান্তির জন্য কাজ করে যাবো।
এদিকে বিভিন্ন ব্যক্তিবর্গের পক্ষ থেকে দৈনিক গিরিদর্পণ কার্যালয়ে এসে সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদকে ৭১তম জন্মদিনের শুভেচ্ছা জানান।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 398 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen