শিরোনামঃ

পাহাড়ে শেষ হল রোমাঞ্চকর স্কাই ম্যারাথন

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ‘আজ হাঁটবো, কাল দৌঁড়াবো’- এ শ্লোগানে সমুদ্রপ্রষ্ঠ হতে প্রায় দেড় হাজার ফুট উচুতে চিম্বুক পাহাড়ের উচু নিচু পথে বান্দরবানে অনুষ্ঠিত হল রোমাঞ্চ জাগানিয়া ‘আন্তর্জাতিক স্কাই ম্যারাথন’।Picture  (3)

শনিবার সকাল ৮ টায় এভারেস্ট একাডেমি এবং এ ফর অ্যাডভেঞ্চার প্রতিষ্ঠানের উদ্যোগে বান্দরবান-রুমা সড়কের ওয়াই জংশন হতে ম্যারাথন শুরু হয়। এসময় অংশগ্রহণকারীরা ২১.১ কিলোমিটার পথ দৌঁড়ে বান্দরবান শহরের রাজার মাঠে গিয়ে ম্যারাথন শেষ করেন।

এর আগে ম্যারথন উদ্বোধন করেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফখরুল আহসান পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার, এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম প্রমুখ।

ম্যারাথনের ২১.১ কি.মি. পথ ১ ঘন্টা ১৯ মিনিট সময়ে অতিক্রম করে পুুষদের মধ্যে প্রথম হয়েছেন বরিশালের ফিরোজ খান। মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন ঢাকার মেরুনা খাতুন। তিনি ২১.১ কি.মি. পথ অতিক্রম করতে সময নিয়েছে ১ ঘন্টা ৪৩ মিনিট এছাড়াও পুরুষদের মধ্যে দ্বিতীয় হয়েছেন ময়মনসিংহের মোহাম্মদ ফরিদ, তৃতীয় হয়েছেন ঢাকার রফিকুল ইসলাম এবং নারীদের মধ্যে দ্বিতীয় হয়েছেন আর্দুসা হেরিস তেরেসা (নেদারল্যান্ড), তৃতীয় হয়েছেন যশোরের ইতি বেগম।

শনিবার বিকেলে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ম্যারাথনে প্রথম স্থান অধিকারীকে ৩০ হাজার টাকা, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে ২০ হাজার ও ১৫ হাজার টাকা এবং সফলভাবে ম্যারাথন সম্পন্নকারী ৩০ জন পুরুষ ও ১০ জন নারীকে পুরস্কৃত করা হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ সিকদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান পিএসসি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।

এর আগে কে এস আই প্রাঙ্গনে আদিবাসীদের ঐতিহ্যবাহী পিঠা উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। পরে বাংলাদেশী আইডল মং, পংকজ ও চ্যানেল আই সেরাকন্ঠের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও আতশবাজি উৎসব, পিঠা উৎসবসহ বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক পরিবেশনা ছিল এ আয়োজনে।Picture  (2)

এদিকে আয়োজকরা জানান, জাতীয় পর্যটন বর্ষ উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য সারা বিশ্বের কাছে তুলে ধরতে দেশে প্রথম বারের মত স্কাই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের ঐতিহ্যবাহী অ্যাডভেঞ্চার প্রতিষ্ঠান এভারেস্ট একাডেমি, এ ফর অ্যাডভেঞ্চার ক্লাব, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে প্রতিযোগিতার আয়োজন করেছে। এ স্কাই ম্যারাথনে দেশের ৮টি বিভাগ হতে বাছাইকৃত ৮০ জন, ৬ জন বিদেশী ও স্থানীয়সহ ৩০০ জন রানার অংশ নেন।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 153 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen