শিরোনামঃ

টাইগারদের বিজয়ে সারাদেশের মানুষের সাথে পাহাড়ের মানুষরাও উচ্ছেসিত

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্ব কাপ কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ার আনন্দে সারাদেশের মানুষের মত

ছবি ফেইসবুক থেকে সংগৃহীত

ছবি ফেইসবুক থেকে সংগৃহীত

পাহাড়ের মানুষরাও উচ্ছেসিত, উদ্বেলিত। এখন বিশ্বকাপের ফাইনালের কাপ ছিনিয়ে আনবে টাইগাররা এমন প্রত্যাশা সবার।
যেভাবে বিজয়ী হলো : আজ ছিল বাংলাদেশ ও ইংল্যান্ডের খেলা ছিল। ইংল্যান্ডকে কাঁদিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লাল সবুজের বাংলাদেশ। অ্যাডিলেড ওভালে এ ম্যাচে হারের ফলে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল ইংল্যান্ড। টাইগারদের ২৭৫ রানের জবাব দিতে নেমে ইংলিশরা ৪৮.৩ ওভার খেলে ২৬০ রানে থেমে যায়। ফলে, ১৫ রানের জয় পেল টাইগাররা।
বিশ্বমঞ্চের ৩৩তম ম্যাচে আগে ব্যাটিং করা টাইগাররা ইংলিশদের সামনে ২৭৬ রানের টার্গেট দেয়। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে মাহামুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে এ রান সংগ্রহ করে টাইগাররা।
ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান মাহামুদুল্লাহ রিয়াদ। আর তৃতীয় শতকের অপেক্ষায় থেকে মুশফিক ফেরেন ৮৯ রান করে। তবে, দু’জন মিলে ১৪১ রানের বড় জুটি গড়েন।
দলীয় ৮ রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে সাময়িক বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে, বিপর্যয় কাটিয়ে তোলার চেষ্টা করে রিয়াদ-সৌম্য জুটি। এ জুটি থেকে তারা আরও ৮৬ রান সংগ্রহ করেন। ২১তম ওভারে জর্ডানের বলে উইকেটের পিছনে জস বাটলারের তালুবন্দি হন সৌম্য সরকার। আউট হওয়ার আগে তিনি ৫২ বলে ৫টি চার আর একটি ছয়ে করেন ৪০ রান।
দলীয় ৯৯ রানের মাথায় সাকিব বিদায় নিলে মুশফিককে সঙ্গে নিয়ে জুটি গড়েন মাহামুদুল্লাহ রিয়াদ। এ দু’জন মিলে গড়েন ১৪১ রানের জুটি। রিয়াদ ১৩৮ বলে ১০৩ রান করে রান আউট হয়ে ফেরেন। এর আগে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে আর ক্যারিয়ার সেরা ইনিংস সর্বোচ্চ রান করেন সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা ডানহাতি ব্যাটসম্যান মাহামুদুল্লাহ রিয়াদ। তিনি বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবেও নাম লেখান। রিয়াদের ইনিংসে ছিল ৭টি চার আর দুটি ছক্কার মার।

টাইগারদের ছুড়ে দেওয়া ২৭৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন ইয়ান বেল এবং মঈন আলী। আর বাংলাদেশের দলপতি মাশরাফি বিন মর্তুজা বোলিং সূচনার দায়িত্ব নেন। নড়াইল এক্সপ্রেসের করা প্রথম ওভার থেকে ইংলিশ ওপেনাররা নেন তিন রান।
ইনিংসের দ্বিতীয় ওভারে রুবেল হোসেন মঈন আলীকে এলবি’র ফাঁদে ফেলেন। তবে, টাইগারদের প্রথম সাফল্য থেকে নিরাশ হতে হয় আম্পায়ার রিভিউ সিস্টেমের কারণে।
বাংলাদেশের বিপক্ষে জয়ের লক্ষে ব্যাটিংয়ে নেমে সতর্ক থেকে ব্যাট চালায় ইংল্যান্ড ব্যাটসম্যানরা। তবে, ইনিংসের ২০তম ওভারে মাশরাফির বলে উইকেটের পিছনে মুশফিকের গ্লাভসবন্দি হয়ে ফেরেন অ্যালেক্স হেলস। আউট হওয়ার আগে তিনি ৩৪ বলে ৪টি চারে করেন ২৭ রান।
দলীয় ৯৭ রানে ইংল্যান্ড দুই উইকেট হারালেও ওপেনার ইয়ান বেল আর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা জো রুট দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন। তবে, ২৭তম ওভারে রুবেলের বলে উইকেটের পিছনে মুশফিকের হাতে ধরা পড়েন ইয়ান বেল। আউট হওয়ার আগে বেল ৬৩ রান করেন। একই ওভারে রুবেল ফেরান ইয়ন মরগানকে।
দলীয় ১২১ রানে রুবেল হোসেনের জোড়া আঘাতে সাজঘরে ফেরেন ইয়ান বেল এবং ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। আর ৩০তম ওভারে তাসকিনের বলে সাজঘরে ফেরেন জেমস টেইলর।tiger_win_bg_
এরপর জয়ের লক্ষে বোলিং করতে এসে মাশরাফি ফেরান জো রুটকে। উইকেটের অপেক্ষার অবসান ঘটিয়ে টাইগার দলপতি দলকে এনে দেন ষষ্ঠ সাফল্য। উইকেটের পিছনে মুশফিকের হাতে ধরা পড়ার আগে রুট করেন ২৯ রান।
এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের অবিস্মসরনীয় বিজয়ে সারাদেশের মত আনন্দে মেতে উঠে পাহাড়ী জনপদ রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান। বিকালে টাইগারদের বিজয়ে সমর্থকরা বিজয়ী মিছিল বের করে।
ক্রিকেট প্রেমীদের পাশাপাশি টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাঙামাটি সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

 

টাইগারদের সিএইচটি টুডে ডট কম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।

 

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 340 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen