শিরোনামঃ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আগামী ১০ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৬ উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।rangamati-vitamin-a-plus

সকাল ১০টায় রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ বিষয়ে জেলার কার্যক্রমের ওপর ব্রিফিং করেন সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা। প্রেস ব্রিফিং সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাবরিনা তানভীর, মেডিকেল অফিসার ডাঃ নুপুর কান্তি দাশ, প্রবীন সাংবাদিক এ কে এম মকছুদ বক্তব্য রাখেন।

এ সময় তিনি জানান, এবার ক্যাম্পেইনে জেলার মোট ১০ উপজেলার ৮২ হাজার ১২৩ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এসব শিশুর মধ্যে রয়েছে ৬-১১ মাস বয়সের ৯ হাজার ৪৭৭ এবং ১২-৫৯ মাস বয়সের ৭২ হাজার ৬৪৬। এজন্য সদরসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে মোট ১ হাজার ৩২৫ কেন্দ্রে ৩ হাজার ৫৪৬ স্বেচ্ছাসেবী কর্মী, ৪২৯ জন মাঠকর্মী এবং ২৪১ জন তদারককারীর দায়িত্বে নিয়োজিত থাকবেন।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 166 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen