শিরোনামঃ

খাগড়াছড়ি জেলার রামগড় হানাদার মুক্তদিবস পালন

সিএইচটি টুডে ডট কম,খাগড়াছড়ি। র‌্যালী,আলোচনা সভাসহ নানা কর্মসুচীর মধ্যদিয়ে খাগড়াছড়ি জেলার রামগড় হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।
১৯৭১ সালের এ দিনে (৮ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলার রামগড় হানাদার মুক্ত হয়।এ উপলক্ষে স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরে র‌্যালী বের করা হয়।ramgarh free day rally 8.12র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক পদক্ষিণ করে শেষ হয়। র‌্যালীতে স্থানীয় মুক্তিযোদ্ধা,সরকারী কর্মকর্তা,বিভিন্ন পেশাজীবিসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে টাউন হলে ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হানাদার মুক্ত করে দেশ স্বাধীন করার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন,সহকারী পুলিশ সুপার মো: শাহজাহান হোসেন।
উল্লেখ্য যে,মুক্তিযুদ্ধের সেক্টর ১ এর হেড কোর্য়াটার ও তৎকালীন মহকুমা শহর রামগড়ে ৭ ও ৮ ডিসেম্বর দু দফায় ভারতীয় বিমান বাহিনীর তিনটি জেট বিমান রামগড়ে দখলদারবাহিনীর অবস্থান গুলোর উপর প্রবল বোমা বর্ষণ করে। পাশাপাশি মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী সন্মিলিতভাবে কঠোর আক্রমন চালায় পাকহানাদারদের উপর।
প্রবল আক্রমনে টিকতে না পেরে শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে সদলবলে রামগড় থেকে পালাতে শুরু করে। ৮ ডিসেম্বর পড়ন্ত বিকেলে মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামীলীগ নেতা (মরহুম) সুলতান আহমদ আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন। খাগড়াছড়ি জেলার এটিই প্রথম মুক্তাঞ্চল। পরদিন মুক্তিযোদ্ধারা চট্টগ্রামের দিকে হানাদারদের ধাওয়া করেন।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 252 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen