শিরোনামঃ

খাগড়াছড়িতে ১০ দিনব্যাপি জিমন্যাস্টিক প্রশিক্ষন সম্পন্ন

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। তৃণমুল থেকে প্রতিভাবান জিমন্যাস্টিক খেলোয়াড়দের তৈরী করা জন্য ৮ থেকে-১২ বছরের বাছাইকৃত বালক বালিকাদের নিয়ে ১০ দিনব্যাপি জিমন্যাস্টিক প্রশিক্ষন খাগড়াছড়িতে শেষ হয়েছে। Khagrachhari Jimanyastikas Training Photo  04-09-2016
প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে সকাল ১১টায় খাগড়াছড়ি স্টেড়িয়ামে সনদপত্র বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়াসংস্থার সহ-সভাপতি এটিএম কাউসার হোসেন প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরন করেন ।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশন এ প্রশিক্ষনের আয়োজন করে।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো: শানে আলম এর সভাপতিত্বে অনুষ্টিত সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জুয়েল চাকমা, সহ-সাধারন সম্পাদক সাংবাদিক নুরুল আজম,ও প্রশিক্ষক নজরুল ইসলাম বক্তব্য রাখেন।
১০ দিনব্যাপি প্রশিক্ষনে ২০ জন ক্ষুদে জিমন্যাস্টিক খেলোয়াড় অংশ গ্রহন করেন ।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 222 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen