শিরোনামঃ

কুমিল্লাটিলা আইডিয়াল হাই স্কুলের নব নির্মিত ভবনের উদ্বোধন

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় কুমিল্লাটিলা আইডিয়াল হাই স্কুলের নব নির্মিত ভবনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ । বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্ণেল জিএম সোহাগ, সহকারী পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন, জেলা পরিষদ সদস্য মংশেপ্রু চৌধুরী অপু, বিদ্যালয়েল পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, একুশে পদক প্রাপ্ত গবেষক লেখক প্রভাংশু ত্রিপুরা, কুমিল্লাটিলা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক সাইফুদ্দিন আবু আনসারী।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষে স্বাগত বক্তব্যে কুমিল্লাটিলা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক সাইফুদ্দিন আবু আনসারী বিদ্যালয়ের নানা সমস্যার কথা তুলে ধরলের জেলা পরিষদ সদস্য মংশেপ্রু চৌধুরী অপু একটি লেপটপ প্রদান করেন এবং আগামী অর্থ বছরে স্কুলের উন্নয়নে ২ কোটি টাকার উন্নয়ন কাজ করার প্রতিশ্রুতি দেন। খাগড়াছড়ি জোনের পক্ষে জোন অধিনায়ক একটি লেপটপ প্রদান করার প্রতিশ্রুতিদেন। খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম শিক্ষকদের ৪ মাসের বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতিদেন, শহরের জননী কম্পিউটারের মালিক বেলায়েত হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি কম্পিউটার উপহার হিসেবে তুলে দেন।
পরে বিদ্যালয়ের আঙ্গিনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন বৃক্ষচারা রোপন করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 241 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen