সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নেতৃত্ব চাই যক্ষা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে”। এই শ্লোগানে শনিবার সকালে খাগড়াছড়ি টাউন হল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা: শওকত হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন নাটাব এর খাগড়াছড়ির সাধারণ সম্পাদক জীতেন বড়–য়া, ডা: অনুতোষ চাকমা, জেলা ব্রাক প্রতিনিধি হুমায়ুন কবির, রুপম চাকমা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সবার সচেতনতার কারণে যক্ষার ভীতিটা রোধ করা সম্ভব হয়েছে। যক্ষায় মৃত্যুর হারও কমে এসেছে। যক্ষা রোগে আতংকিত না হয়ে নিয়মিত চিকিৎসা গ্রহনের উপর গুরুত্বারোপ করা হয়।