শিরোনামঃ

বিশ্বজিৎ দাস হত্যা মামলায় ৮জনের ফাসি, ১৩ জনকে যাবজ্জীবন

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। পুরান ঢাকায় দরজি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ জন কর্মীর মধ্যে আটজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বাকি ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

Bishwajit

বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক এ রায় ঘোষণা করেন। 

গত বছরের ৯ ডিসেম্বর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের উত্তর পাশে বিশ্বজিৎকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে আসামিরা।

মৃত্যুদণ্ড পাওয়া আট আসামি হলেন রফিকুল ইসলাম ওরফে শাকিল, মাহফুজুর রহমান ওরফে নাহিদ, জি এম রাশেদুজ্জামান ওরফে শাওন, কাইয়ুম মিয়া, ইমদাদুল হক ওরফে এমদাদ, সাইফুল ইসলাম, রাজন তালুকদার ও নূরে আলম ওরফে লিমন। তাদের মধ্যে রাজন তালুকদার ও নূরে আলম পলাতক। বাকি ছয়জন কারাগারে আছেন।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১৩ আসামি হলেন এ এইচ এম কিবরিয়া, গোলাম মোস্তফা, খন্দকার ইউনুস আলী, তারেক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশাররফ হোসেন। এঁদের মধ্যে এস এম কিবরিয়া ও গোলাম মোস্তফা কারাগারে আছেন। বাকি ১১ জন পলাতক।

৪ ডিসেম্বর মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক রায় ঘোষণার জন্য ১৮ ডিসেম্বর (আজ) দিন ধার্য করেন।

শাখারীবাজারে বিশ্বজিতের দর্জি দোকান ছিল। তিনি থাকতেন লক্ষ্মীবাজার। গ্রামের বাড়ি শরীয়তপুর। গত বছরের ৯ ডিসেম্বর ছিল বিএনপির অবরোধ কর্মসূচি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা অবরোধবিরোধী মিছিল বের করে। মিছিল ভিক্টোরিয়া পার্কের কাছে পৌঁছলে ককটেল বিস্ফোরিত হয়। সেখানে অবস্থান করা বিশ্বজিৎকে ধাওয়া করে আসামিরা। তাকে কোপাতে কোপাতে পাশের একটি ডেন্টাল মেডিক্যাল হাসপাতলে নিয়ে যায় আসামিরা। চাপাতি, কিরিচ, রড দিয়ে আঘাত করা হয় বিশ্বজিৎকে। গুরুতর অবস্থায় তাকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় বিশ্বজিৎ।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 368 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen