শিরোনামঃ

রাঙামাটিতে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

লেকার্স পাবলিক স্কুল সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ : মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার বলেছেন, রাঙামাটির অন্যতম বিদ্যাপীঠ লেকার্স পাবলিক স্কুল আ্যান্ড কলেজ দেশের একমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষাঙ্গণ, যা অনন্য উদাহরণ হয়ে প্রতিষ্ঠা পেয়েছে। একমাত্র এই বিদ্যাপীঠে দেশের পাহাড়ি বাঙালিসহ সব সম্প্রদায়, ধর্ম, বর্ণ, জাতি,গোষ্ঠীর ছেলেমেয়ে সম্প্রীতির বন্ধনে শিক্ষালাভ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানটি মেধা তালিকায় দেশে বিশেষ স্থান অর্জনে সক্ষম হয়েছে। এর পেছনের অবদান এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এখানকার সর্বস্তরের মানুষের।
বুধবার দুপুরে রাঙামাটি শহরে সেনাবাহিনী পরিচালিত লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রামের জিওসি।

তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে শিক্ষার উন্নয়নে বিদ্যাপীঠটি অনেক দূর এগিয়ে এসেছে। এতদূর এগিয়ে আসার পেছনে একমাত্র অবদান রাঙামাটিবাসীর এবং তাদের ভালোবাসা। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ‘মেজর জেনারেল আহসান নাজমুল আমিন স্মৃতি বৃত্তি’ চালুর ঘোষণা দেন চট্টগ্রামের জিওসি। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানটির ১৫ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ বিতরণ করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে শিক্ষাপ্রতিষ্ঠানটির রজতজয়ন্তীর উদ্বোধন করেন অতিথিরা। ১৯৯১ সালের ২৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করা হয় রাঙামাটি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। এছাড়া রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা এবং বিশিষ্ট ব্যক্তি চাকমা রাজপরিবারের সদস্য কুমার নন্দি রায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন, রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন নাহার।
বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার বলেন, এখানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে বাধা দিয়ে অদ্ভুদ নজির দেখিয়েছে একটি মহল। রাঙামাটি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ স্থাপন লগ্নেও সেই নজির দেখা গেছে। কিন্তু তাদের সেই বাধা পেরিয়ে আজ অনেক দূর এগিয়ে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক বলেন, রাঙামাটিবাসী শিগগির ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পাবে। সেটি স্থাপনে এরই মধ্যে আমরা অনেক দূর এগিয়েছি। ভূমিসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হলে একাডেমিক ভবন নির্মাণ শুরু হবে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 359 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen