শিরোনামঃ

র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে সিএইচটি টুডে ডট কম এর বর্ষপুর্তি পালন

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পাহাড়ের জনপ্রিয় অনলাইন পোর্টাল সিএইচটি টুডে ডট কম এর বর্ষপুর্তি র‌্যালী ও কেক কাটার মধ্যে দিয়ে পালিত হয়েছে। তিন পেরিয়ে চার বছরে পর্দাপন উপলক্ষে রোববার বিকালে র‌্যালী ও সন্ধ্যা কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।11

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগৈর সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার উল হক, রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক এম, জিসান বখতেয়ার, জেলা ছাত্রদলের সভাপতি আবাু সাদাত সায়েম, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজন, সাধারন সম্পাদক প্রকাশ চাকমা,বৃহত্তর বনরুপা ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক দাপস দাশ,সহ ব্যবসায়ী, সাংবাদিক, চাকুরীজীবি, ছাত্র/ছাত্রীসহ বিভিণœ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ooo

1-copyএছাড়া বর্ষপুর্তির শুভেচ্ছা জানাতে আসেন পাহাড় টোয়েন্টী ফোর ডট ও হিলবিডি টোয়েন্টী ফোর ডট কম পরিবার। আলোচনা সভাটি উপস্থাপনা করেন সিএইচটি টুডে ডট কম এর বিশেষ প্রতিনিধি ও চ্যানেল আই এর রাঙামাটি প্রতিনিধি মনসুর আহম্মেদ।

আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর বলেন, পার্বত্য চট্টগ্রামে অনেকগুলো অনলাইন রয়েছে এর মধ্যে সঠিক ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে শীর্ষ স্থান দখল করে নিয়েছে সিএইচটি টুডে ডট কম। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে ব্যাপাক পর্যটনের সম্ভবনা রয়েছে, তাই আমাদের নেতিবাচক সংবাদ পরিবেশন না করে ইতিবাচক সংবাদ পরিবেশন করতে হবে, কারন নেতিবাচক সংবাদ পরিবেশনের কারনে আমাদের পর্যটকরা রাঙামাটি বিমুখ হয়ে পড়তে পারে।fff

রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পন এবং আমাদের সমাজ ব্যবস্থাকে এটিকে গনতন্ত্রের তৃতীয় স্তর বলা হয়। তাই এমন কোন সংবাদ পরিবেশন করা যাবে না যেটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে, একটি দল ভাঙার কাজে সহায়তা করে। আমাদের সব সময় ইতিবাচক মনোভাব নিয়ে গঠনমুলক সমালোচনা করতে হবে। মফস্বলে শিক্ষিত, ভদ্র, বিনয়ী এবং দেশপ্রেম আছে এমন তরুনদের এই পেশায় আসা উচিত।dsc00398

এছাড়া প্রত্যেক বক্তা সিএইচটি টুডে ডট কম এর বর্ষপুর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেন, অনলাইনটি বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আমাদের বেছে থাকুক হাজার বছর। এলাকার স্বার্থ সংবাদ, সম্ভাবনার নিউজ বেশী করে প্রচারের আহবান জানান।
আলোচনা সভা শেষে অতিথিগন কেক কেটে জন্মদিনের উৎসব পালন করে। dsc00423পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী,

Exif_JPEG_420

Exif_JPEG_420

সাংবাদিক মনসুর আহম্মদ, কন্ঠশিল্পী শেখরdsc00545

ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ শেষ বর্ষের ছাত্র ওমর ফারুক।

Exif_JPEG_420

সাংস্কৃতিক অনুষ্ঠানে রাঙামাটিতে বেড়াতে আসা চেক প্রজাতন্ত্রের ৩জন পর্যটকও যোগ দেন।dsc00485

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 487 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen