শিরোনামঃ

বিলাইছড়ির নম্রতা তঞ্চঁগ্যা জাপান যাচ্ছে

সুব্রত দেওয়ান, বিলাইছড়ি (রাঙামাটি)। আরটিভি রিয়েলিটি শো “ডেটল সেরা আমি সঙ্গে মা সিজন-২” এর দ্বিতীয় রানারআপ নম্রতা তঞ্চঁগ্যা জাপান যাচ্ছে। ??????????
বাংলাদেশ শিশু একাডেমীর তত্তাবধানে “২৬তম এশিয়ান ফ্যাসিফিক চিলড্রেন কনভেনশন ২০১৪ ইন ফুকুওয়াকা জাপান”-এ বাংলাদেশী সংস্কৃতি উপস্থাপনের জন্য সারা দেশের বিভিন্ন জেলার ৭৪জন অংশগ্রহনকারী প্রতিযোগীর মধ্যে থেকে ন¤্রতা তঞ্চঁগ্যাসহ ৬জনকে জুনিয়র এম্বাসেডর নির্বাচিত করা হয়। অন্যরা হলেন-পিরোজপুরের রেজাউল হক,যশোর থেকে সুজয় দাস, রাজশাহী থেকে পার্থিব মণিগ্রাম,ঢাকা থেকে নামিরা মুসকান সান্তনা ও নাবিহা তাহ্সিন। তারা আগামী ১০জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ১৫দিন জাপানের ফুকুওয়াকা শহরে অবস্থান করবেন এবং বাংলাদেশী সংস্কৃতি পরিবেশন করবেন। তাদের সার্বিক ব্যবস্থাপনায় সফরসঙ্গী হিসেবে পিচ এম্বাসেডর পরাগ হোসাইন এবং চেপরন বাংলাদেশ শিশু একাডেমীর প্রোগ্রাম অফিসার নাজমুল হক রয়েছেন। সারা বিশ্বের শিশুদের মধ্যে বন্ধুত্বপুর্ণ মনোভাব তৈরি ও বিশ্ব ব্যাপী সংস্কৃতি বিনিময়ের উদ্দেশ্যে জাপান সরকার প্রতি বছর এ আয়োজন করে থাকে। বাংলাদেশসহ বিশ্বের আরো ৪৫টি দেশের শিশুরা এতে অংশ গ্রহন করবেন।

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকা কুতুবদিয়া গ্রামের মেয়ে ন¤্রতা তঞ্চঁগ্যা ছোট এই মেয়েটির পড়াশোনার পাশাপাশি নাচ এবং গানের প্রতি আগ্রহ দেখে মা-বাবা নাচ,গান শেখানোর জন্য রাঙামাটি থেকে একজন শিক্ষকের ব্যাবস্থা করে দেন । নাচ এবং গান উভয় ক্ষেত্রে তার সমান পারদর্শীতা রয়েছে । উপজেলা পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশনা দেখে কে না মুগ্ধ না হয়। এ বছরের জানুয়ারীতে অনুষ্ঠিত বেসরকারী টেলিভিশন চ্যানেল“আরটিভি’র মা ও সন্তানদের নিয়ে রিয়েলিটি শো “ডেটল সেরা আমি সঙ্গে মা সিজন-২” এর গ্রান্ড ফাইনালে ঢাকাসহ সারা দেশের হাজারো শিশু শিল্পীর সাথে প্রতিযোগীতা করে দ্বিতীয় রানার আপ হয়েছিল। এছাড়াও সে ২০১১সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীন শিশু একাডেমী আয়োজিত শিশুদের মৌসুমী প্রতিযোগিতায় জেলা পর্যায়ে দ্বিতীয় এবং ২০১২সালে বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম বিভাগে প্রথম হয়।???????????????????????????????

রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বিলাইছড়ি উপজেলার কুতুবদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী ন¤্রতা তঞ্চঁগ্যা।ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবা রঞ্জন তঞ্চঁগ্যা এবং সহকারী শিক্ষিকা মা মনিষা দেওয়ান উভয়েই সংস্কৃতিক মনা ব্যক্তি। উপজেলায় সংস্কৃতিক কর্মকান্ডে তাদের নানা অবদান রয়েছে । প্রত্যন্ত অঞ্চলের ছোট মেয়ে ন¤্রতার এমন অর্জনে বাবা-মায়ের পাশাপাশি এলাকার সকলেই গর্বিত বলে জানান, কুতুবদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জয়ত্বন তঞ্চঁগ্যা ।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 922 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen