শিরোনামঃ

বিজয় দিবসের উপহার মানব পতাকা

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। সবচেয়ে বড় ‘মানবপতাকার’ বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। আজ সোমবার দুপুরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই মানবপতাকা তৈরি করেন ২৭ হাজার ১১৭ জন স্বেচ্ছাসেবী। এখন অপেক্ষা গিনেস বুক অব রেকর্ডস কর্তৃপক্ষের অনুমোদনের।Bangladesh airmy_n

‘লাল-সবুজের বিশ্বজয়’ শিরোনামে মোবাইল অপারেটর রবির এই আয়োজনের কৌশলগত অংশীদার ছিল বাংলাদেশ সেনাবাহিনী। এর আগে সবচেয়ে বড় মানবপতাকার রেকর্ড ছিল রাশিয়ার।
২০১৩ সালের ৮ জুলাই রাশিয়ার ভ্লাদিভস্তকে ২৬ হাজার ৯০৪ জন মানুষের তৈরি মানবপতাকাটি রেকর্ড ভেঙে দেয় পাকিস্তানের। ২০১২ সালের অক্টোবরে পাঞ্জাব ইয়ুথ ফেস্টিভ্যালে ২৪ হাজার ২০০ জনের মানবপতাকা তৈরি করে রেকর্ড বইয়ে স্থান করে নিয়েছিল পাকিস্তান। তার আগের রেকর্ডটি ছিল হংকংয়ের। ২১ হাজার ৭২৬ জনের মানবপতাকা তৈরি করেছিল হংকং।
আজ সকাল থেকেই রেকর্ড ভাঙা আর গড়ার এই অনুষ্ঠান দেখতে প্যারেড স্কয়ারে হাজির হয়েছিলেন হাজারো মানুষ। বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও মূল অনুষ্ঠান শুরু হয় বেলা একটা ৩৫ মিনিটে। মানবপতাকা তৈরির রেকর্ড গড়ার পর বেলা একটা ৪৩ মিনিটে উল্লাসে ফেটে পড়েন অধীর অপেক্ষায় থাকা সর্বস্তরের মানুষ। আবার বিজয়ের গর্জনে মুখরিত হয় জাতীয় প্যারেড স্কয়ার।

‘লাল-সবুজের বিশ্বজয়’ শিরোনামের রেকর্ড গড়া এই অনুষ্ঠানের মূল অংশে ২৭ হাজার ৭১৭ জন অংশ নিলেও এর সঙ্গে যুক্ত ছিলেন প্রায় ৩০ হাজার মানুষ। এর মধ্যে সশস্ত্র বাহিনীর স্বেচ্ছাসেবী ছিলেন প্রায় আট হাজার। বাকিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন রবির প্রধান হিসাব কর্মকর্তা মাহতাব উদ্দিন, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 516 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen