শিরোনামঃ

বাংলাদেশী আইডল মং বান্দরবানে সংব্বর্ধিত

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। অভূতপূর্ব। অবিশ্বাস্য। বিকেল ৩টা বাজতে না বাজতেই হাজার হাজার মানুষ জড়ো হয়েছে স্থানীয় রাজারমাঠে। যেন কোন দেশ প্রধানের আগমন। তারপর অধীর অপেক্ষা। অবশেষে অপেক্ষাকে বিদায় দিতে মঞ্চে এসে হাজির বেসরকারী টেলিভিশন চ্যানেল এস.এ টিভির রিয়েলিটি শো বাংলাদেশী আইডলের টপ সিক্স এর মংউ চিং মং। শত শত নারী পুরুষের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হলো তারকা মং। কেউ ফুল ছিটিয়ে কেউ হাত মিলিয়ে, গালে চুমু দিয়ে শুভেচ্ছা জানালো প্রিয় শিল্পীকে।BANDARBAN MONG

পাহাড়ী-বাঙ্গালী, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাইকে এক কাতারে এনে দিয়ে মং আরো একবার প্রমান করলো সাম্প্রদায়িকতার কোন স্থান নেই বান্দরবানে। পার্বত্য এই জেলাটির মানুষ একে অপরের সুখে সুখী হয় আর দুঃখে হয় দুঃখী।
মঞ্চে উঠেই শ্রদ্ধায় মাথা নত আজকের তারকা মং এর। এই নতমাথাই সারাদেশে এমনকি বহির্বিশ্বের কাছে পৌছে দিয়েছে পিছিয়ে পড়া বান্দরবানের নাম। কিছু অভিজ্ঞতা শেয়ার করলো স্থানীয়দের সাথে। সংক্ষিপ্ত গল্প শোনাল উঠে আসার। তারপর একে একে গাইল উইনিংয়ের ওগো সোনা মেয়ে বলোনা, আয়ুব বাচ্চুর সেই তুমি, দেহ ঘড়ি, নীলাঞ্জনা ইত্যাদি জনপ্রিয় গান। মংএর পর মঞ্চে গান গাইতে উঠেন সেরা ৮ এর অপর শিল্পী পংকজ।

সংর্বধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকী, জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক কে.এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, মেয়র জাবেদ রেজা, মারমা শিল্পী গোষ্ঠীর সভাপতি চথুইপ্রু প্রমুখ।BANDARBAN MONG-2

উল্লেখ্য,সংগীত জগতের উদীয়মান তারকা স্গংীত শিল্পী মংকে বরণ করতে বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরে বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি মেঘলাস্থ জেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন করে রাজারমাঠে গিয়ে শেষ হয়।

বেসরকারী টেলিভিশন চ্যানেল এসএ টিভি’র সংগীত প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো বাংলাদেশী আইডলে বান্দরবানের প্রতিযোগী মংউচিং মার্মা মং এখন সেরা ৬-এ থেকে প্রতিযোগিতায় সেরা হবার লড়াইয়ে অবতীর্ন। মং ছাড়াও বান্দরবানের অপর প্রতিযোগী পংকজ কান্তি দেবনাথ সেরা ৮ জনের একজন ছিল।

 

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 716 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen