শিরোনামঃ

রাঙামাটিতে শিশুদের বার্ষিক সাংস্কৃতিক উৎসব

নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতির পরিপূর্ণ বিকাশের মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরতে হবে মোঃ মোস্তফা কামাল

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল বলেছেন, নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতির পরিপূর্ণ বিকাশের মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরতে হবে।Rangamati Children Cultural Fesival---27 june-- শিশুদের যত বেশী নিজস্ব সংস্কৃতির সাথে সম্পৃক্ত করা যাবে শিশুরা ততই বেশী সমৃদ্ধশালী হবে।

বাংলাদেশ শিশু একাডেমীর রাঙামাটি জেলা শাখার উদ্যোগে রাঙামাটি জেলার শিশু শিল্পীদের বার্ষিক সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান এর সভাপতিত্বে সাংস্কৃতিক উৎসবে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উৎসবে স্বাগত বক্তব্য রাখেন শিশু একাডেমীর জেলা সংগঠক অর্চনা চাকমা।

জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল শিশুদের বিদেশী অপসংস্কৃতির সংস্পর্শ থেকে দূরে রাখার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে বলেন আমাদের নিজস্ব যে ঐতিহ্য বাহী যে সংস্কৃতি রয়েছে সে সংস্কৃতিকে লালন ও ধারন কওে আগামী দিনের প্রজন্মকে নিজস্ব সংস্কৃতির স্বকীয়তায় গড়ে তুলতে হবে। তিনি ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে অধিকতর সর্ম্পৃক্ত করার জন্য ও সবার প্রতি আহবান জানান।

পরে জেলা প্রশাসক সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহনকারী কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলা সাংস্কৃতিক দল এবং রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও মোনঘর আবাসিক বিদ্যালয় শিশু সাংস্কৃতিক দলকে জেলা শিশু এবাডেমীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে ২০১৩ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সঙ্গীত জাতীয় পুরস্কার অর্জনকারী শিশু শিল্পী পুষ্পাঞ্জলি চাকমা কে সংবর্ধনা প্রদান করা হয়।

সাংস্কৃতিক উৎসবে কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলা সাংস্কৃতিক দল এবং রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও মোসঘর আবাসিক বিদ্যালয় শিশু সাংস্কৃতিক দলের শিশু সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।Rangamati Children Cultural Fesival---27 junemm

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 516 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen