শিরোনামঃ

এলজিএসপি ৩ কর্মসূচীর আওতায়

জুরাছড়িতে স্কুল ব্যাগ ও সেলাই মেশিন বিতরণ

সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। জুরাছড়ি উপজেলাকে দেশের অন্যতম শান্তি পূর্ন মডেল উপজেলা হিসেবে আমরা দেখতে চাই। শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলে উন্নয়ন অবধারিত।

সোমবার জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন পরিষদে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) ৩ কর্মসূচীর আওয়াতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও বেকার যুবতীদের মাঝে সেলাই মেশিন বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেঃ কর্ণেল কে এম ওবায়দুল হক একথা বলেন।
এ সময় বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, জোন উপ-অধিনায়ক এবিএম শাহ রেজা, বনযোগীছড়া মৌজার হেডম্যান করুনা ময় চাকমা, মাস্টার সিনিয়র ওয়ারেন্ড অফিসার মোঃ আব্দুল আওয়ালসহ ইউনিয়ন পরিষদের সচিব ও সংরক্ষিত-সাধারণ ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জোন অধিনায়ক লেঃ কর্ণেল কে এম ওবায়দুল হক আরো বলেন, উপজেলায় শান্তির সুবাতাস ধীরে ধীরে স্থায়ীত্ব হচ্ছে বলে সরকার উন্নয়নে এগিয়ে আসছে।
উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা বলেন, সংক্ষিন্নতা বরাদ্দের মধ্যে উপজেলা জুড়ে চাহিদা পূরন করা দুরহ। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু বরাদ্দ তাই দিয়ে সচ্চতার মাধ্যমে স্থায়ীত্ব উন্নয়ন করার।
ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, স্বল্প বরাদ্দের মাধ্যমে উপজেলা পরিষদ তথা ইউনিয়ন পরিষদ এলাকায় চাহিদার গুরুত্ব দিয়ে যুগোপযোগী ভাবে প্রকল্প যথাযথ ভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
উল্লেখ্য ২০১৭-১৮ অর্থ বছরের লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) ৩ কর্মসূচীর আওয়াতায় ৮০ হাজার টাকা ব্যয়ে বনযোগীছড়া ইউনিয়াধীন সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহের গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ সরবরাহ, ২৫ হাজার টাকা ব্যয়ে বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ও খোলা জায়গায় তালের বীজ সরবরাহ ও রোপন, ২৫ হাজার টাকা ব্যয়ে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও প্রনোদনা প্রদান, ২৫ হাজার টাকা ব্যয়ে বেকার যুবক-যুবতীদের আইসিটি প্রশিক্ষণ প্রদান, ৭০ হাজার টাকা ব্যয়ে ইউনিয়ন ডিজিটেল সেন্টারে প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়, ৭৫ হাজার টাকা ব্যয়ে চুমাচুমি হতে বিজয় মোহন পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার, ১ লক্ষ ৭২ হাজার টাকা প্রায় ব্যয়ে চকপতিঘাট কমিউনিটি ক্লিনিক মেরামত করণ প্রকল্প বাস্তবায়ন করা হয়। এসব প্রথম কিস্তি ৪ লক্ষ ৭২ হাজার টাকা প্রায় মোট বরাদ্দে ৭টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
এ ছাড়া ৩ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে দরিদ্র যুব মহিলাদের জন্য কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন সরবরাহ, ৯০ হাজার ৩শত টাকা ব্যয়ে ধামাইপাড়া পুকুর সংলগ্ন যাতায়তের সুবিধার্থে বেড়িবাঁধ নির্মান প্রকল্প বাস্তবায়ন করা হয়। এ সব প্রকল্প দ্বিতীয় কিস্তি বরাদ্দে ৪ লক্ষ ৩০ হাজার ৩ শত টাকা ব্যয়ে ২টি বাস্তবায়ন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 181 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen