শিরোনামঃ

বান্দরবানে নবাগত পুলিশ সুপারের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মাদক ও জঙ্গিবাদ দমনে বান্দরবান পুলিশ প্রশাসন কাজ করে যাবে : জাকির হোসেন মজুমদার

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। মাদক ও জঙ্গিবাদ দমনে বান্দরবান পুলিশ প্রশাসন কাজ করে যাবে। পুলিশ ও সাংবাদিক এক সুত্রে গাঁথা। বান্দরবান একটি পর্যটন বান্ধব জেলা। পর্যটকদের সুনিরাপত্তা জোরদার করতে বান্দরবানে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ও ভূমিকা রাখার আহ্বান করেন নবাগত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার।

বুধবার বিকেলে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ে নবাগত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, বান্দরবান জেলা কে নিরাপদ রাখতে হলে সন্ত্রাস মুক্ত,মাদক মুক্ত বান্দরবান গড়ার প্রত্যায়ে সবাইকে কাজ করতে হবে। সকল কাজে পুলিশ ও সাংবাদিকদের বিরাট ভূমিকা আছে, আমাদের কাজের মধ্যে যোগসুত্র আছে। পুলিশ যেখানে কাজ করতে যায় সেখানে পুলিশের সাথে সাংবাদিকদের ও অনেক ভুমিকা থাকে। সাংবাদিকরা সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে পুলিশের কাজকে সহজ ও সহজতর করে। এসময় তিনি আরো বলেন, যখন এলাকায় কোন সমস্যা হয় তখন পুলিশের পাশাপাশি সাংবাদিকরা ও অনেক সময় দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়। এসময় তিনি বান্দরবান জেলা পুলিশের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকদের সবসময় পাশে থাকার আহ্বান জানান।

এসময় মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মো:জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.কামরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহম্মদ আলী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ইয়াছির আরাফাত, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ হাকিম চৌধুরী,সাধারণ সম্পাদক মো:ফরিদুল আলম সুমন, বাংলাদেশ টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি মো:মনিরুল ইসলাম মনু,এটিএন বাংলার বান্দরবান জেলা প্রতিনিধি মিনারুল হক, মাসিক চিম্বুক পত্রিকার সম্পাদক মো.বাদশা মিয়া মাস্টার,দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মো:ওসমান গনি, মাসিক নীলাচলের সম্পাদক মোহাম্মদ ইসলাম কোম্পানী, এনটিভি প্রতিনিধি মো:আলাউদ্দিন শাহরিয়ার,মাছরাঙ্গা টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি কৌশিক দাশ, জিটিভি প্রতিনিধি মো.ইসহাক,একুশে টিভি প্রতিনিধি মো:নজরুল ইসলাম টিটু, দি এশিয়ান এইজ ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরী,মোহনা টিভি ও দৈনিক গিরির্দপণ পত্রিকার বান্দরবান প্রতিনিধি রাহুল বড়–য়া ছোটন,এসএ টিভির প্রতিনিধি উসিথোয়াই মার্মা, চ্যানেল আই প্রতিনিধি মো:ইসমাইল হাসানসহ বান্দরবান জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 209 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen