শিরোনামঃ

প্রকাশিত সংবাদে বাঙালী ছাত্র পরিষদের ভিন্নমত

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। “রাঙামাটি রেড ক্রিসেন্টের নির্বাচনকে ঘিরে মর্যাদার লড়াইয়ে নেমেছে আওয়ামীলীগ” শীর্ষক শিরোনাম দিয়ে নিউজ প্রকাশ করে সিএইচটি টুডে নামক একটি নিউজ পোর্টাল। বৃহস্পতিবার পাবলিশ নিউজের শেষের দিকে একটি অংশে তারা লিখেছে “জামায়াত সমর্থিত পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও সাংবাদিক সোলায়মান” যা জনমনে বিভ্রান্ত সৃষ্ঠির পাশাপাশি ও নতুন বির্তকের জন্ম দিয়েছে। আমরা এই মিথ্যা ও বিভ্রান্তিকর লিখাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের জেলা কমিটির প্রচার সম্পাদক আবদুল আল মোমিন পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এইপ্রতিবাদ জানানো হয়।

আমরা স্পষ্ট ভাবেই বলছি পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ কোনভাবেই জামায়াত সমর্থিত নয়। পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তথা পাহাড়ের সকল জনগোষ্ঠীর সমঅধিকারের দাবীতে আন্দোলন করছে। পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের বর্তমান কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক কেউ জামায়াত বা শিবির বা তাদের মতাদর্শের নয়। বাঙালী ছাত্র পরিষদ যেহেতু আঞ্চলিক দল ও অধিকার হারা পার্বত্য বাসীর অধিকার আদায়ে কাজ করছে সেহেতু এই সংগঠন সকল দলের লোকসহ অন্যান্য জাতি গোষ্ঠীর লোকেরাও আসতে পারবে সংগঠন করতে পারবে ও বর্তমানে করছেও।
আমরা মনে করি সিএইচটি টুডে পোর্টালের নিউজে বাঙালী ছাত্র পরিষদকে জড়িয়ে যে নিউজ প্রকাশ করা হয়েছে তাহা সম্পূর্ন উদ্দেশ্য প্রণোদিতও বটে। এই ধরনের মিথ্যা তথ্যনির্ভর সংবাদ ঐতিহ্যবাহি বাঙ্গালী ছাত্র পরিষদ সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণœ করেছে। এই নিউজটি প্রকাশের পিছনে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ গুলোর হাত আছে বলে মনে করি আমরা।
অবিলম্বে chttoday.com কর্তৃপক্ষকে তাদের প্রকাশ করা নিউজ থেকে উক্ত অংশটি বাদ দিয়ে দুঃখ প্রকাশ করার জোর দাবী জানাচ্ছি।

প্রতিবেদকের বক্তব্য: উল্লেখিত সংবাদে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদকে জামায়াত সমর্থিত সংগঠন বলা হয়নি, বলা হয়েছে জামায়াত সমর্থিত ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও সাংবাদিক সোলায়মান। নিউজটি নিয়ে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সাথে ভুল বোঝাবুঝির কোন কিছু নেই।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 518 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen