শিরোনামঃ

রাঙামাটিতে

উদীচী শিল্পী গোষ্ঠীর বর্ষবরণ পালন

সিএইচটি টুডে ডট কম,রাঙামাটি। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটিতে ১৪২৪ বঙ্গাব্দ বর্ষবরণ পালন করেছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী বটমূলে এ উৎসব পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

উদীচী শিল্পী গোষ্ঠি জেলার সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিজয় ধরের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রাঙামাটি খেলাঘর আসরের সভাপতি সুনীল কান্তি দে,রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, রাঙামটি কৃষকলীগের সভাপতি জাহিদ আকতার, সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমাসহ উদীচী শিল্পীগোষ্ঠির নেতৃবৃন্দ এবং শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন,১৯৬৮ সালে উদীচী শিল্পীগোষ্ঠীর জন্ম। উদীচী বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে দেশের সাধারন জনগনকে জাগ্রত করেছেন। বাংলাদেশের ইতিহাসে উদীচীর অবদান অবিস্মরনীয়।
আলোচনা পরবর্তী উদীচী শিল্পী গোষ্ঠির সদস্যরা জেলা শিল্পকলার বটতলায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 1,596 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen