শিরোনামঃ

সিএইচটি টুডে ডট কমের যাত্রা শুরু

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রামের মানুষের সুঃখ, দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা রাজনীতি অর্থনীতি উন্নয়ন, সম্ভাবনা সব কিছু তোলে ধরতে আজ শনিবার ১৬ নভেম্বর ২০১৩ইং আমাদের পথ চলা শুরু হলো।IMG_6188
সকাল ১১টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হলরুমে এর শুভ উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও রাঙামাটিতে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল মণীষ দেওয়ান, রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম ভুট্রো, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাবিবুর রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ওবায়দুর রহমান, প্রবীন সাংবাদিক ও দৈনিক গিরিদর্পনের সম্পাদক একএম মকছুদ আহম্মেদ, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে, সিএইচটি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের সম্পাদক শামসুল আলম,রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিল্টন বড়–য়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।1
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, এ পেশা কোনভাবে যেন কলংকিত না হয় আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যারা রাজনীতি করি তারা এবং সাংবাদিকরা সব সময় একে অপরের পরিপুরক হিসেবে কাজ করলে দেশ অনেক এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, আমাদের সংবাদকর্মীদের সাংবাদিকতার নীতিমালা মেনে চলা উচিত। আমাদের কখনো নীতি বির্বজিত কাজ করা উচিত নয়।
তিনি সিএইচটি টুডে ডট কমের সার্বিক সফলতা কামনা করেন।2
বিশেষ অতিথির বক্তব্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল মণীষ দেওয়ান বলেছেন, গনতন্ত্রের ভীতকে মুজবুত করতে হলে সংবাদপত্রের স্বাধীনতার বিকল্প নেই, মিডিয়া যদি দায়িত্বশীল ভুমিকা পালন করে তাহলে দেশে দুর্নীতি থাকবে না অনিয়ম থাকবে না, দেশ অনেকদুর এগিয়ে যাবে। তিনি সিএইচটি টুডে ডট কম পার্বত্য চট্টগ্রামের আপামর জনসাধারনের কথা বলবে বলে প্রত্যাশা করেন।
রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম ভুট্টো বলেছেন, বাংলাদেশ আধুনিক যুগে ইন্টারনেটের বদৌলতে অনেকদুর এগিয়ে গেছে। বাংলাদেশে এখন প্রচুর অনলাইন সেই অনলাইনগুলোর মাঝে টিকে থাকতে হলে প্রতিযোগিতা করতে হবে।33
প্রবীন সাংবাদিক একেএম মকছুদ আহম্মদ বলেছেন, বাংলাদেশে ঘরে ঘরে এখন মিডিয়া হলেও কেউ মফস্বলের সাংবাকিদের কথা বলে না। সরকার ওয়েজ বোর্ড ঘোষনা দিলেও সেটি মফস্বলের ক্ষেত্রে কার্যকর হচ্ছে না। মফস্বলের সাংবাদিকরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের মফস্বল সাংবাদিকদের অধিকারের বিষয়টি সুনজরে আনা উচিত।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে বলেছেন, রাঙামাটিতে এখন অনেকগুলো অনলাইন বের হয়েছে অনলাইন বের করার চেয়ে টিকিয়ে রাখা সবচেয়ে কঠিন কাজ। অনলাইনগুলোতে চালাতে গেলে প্রশাসনসহ বিভিন্নস্তরের বিভিন্ন পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি সাংবাদিকদের নিজ নিজ অবস্থান থেকে সাংবাদিকতার নীতিমালা মেনে চলার আহবান জানান। IMG_6076
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ন সম্পাদক এড.ভোকেট মামুনুর রশীদ মামুন, আইনজীবি এডভোকেট সুষ্মিতা চাকমা,সমাজতান্ত্রিক দল বাসদের জেলা সমন্বয়ক বোধিসত্ব চাকমা, যুবলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান মুজিব, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ সায়েম, যুব ইউনিযনের সেক্রেটারী এম জিসান বখতিয়ার, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য ও সমাজকর্মী মনিরুজ্জামান মহসিন রানা, রাঙামাটি জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, উন্নয়ন কর্মী সাসের নির্বাহী পরিচালক ললিত সি চাকমা, স্কাউট লিডার নুরুল আবছার, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমহ  সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ।IMG_6156
এছাড়া আরো উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. আলী, দৈনিক প্রথম আলোর ষ্টাফ রিপোর্টার হরিকিশোর চাকমা, হিলবিডি টোয়েন্টি ফোর ডট কমের সম্পাদক সত্রং চাকমা, হিলনিউজ টোয়েন্টি ফোর ডট কমের সম্পাদক মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মিল্টন বাহাদুর,  পাহাড় টোয়েন্টি ফোর ডট কমের শংকর হোড়, চ্যানেল আই প্রতিনিধি মনসুর আহম্মদ, আরটিভি প্রতিনিধি ইয়াসিন রানা সোহেল, দৈনিক  কর্নফুলীর রাঙামাটি প্রতিনিধি  আলমগীর মানিক, ইন্ডেপেন্ডেট টিভির রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমা, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি চৌধুরী হারুনুর রশীদ, ডেইলী ইন্ডেপেন্ডেট পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন, সময়টিভির প্রতিনিধি হেফাজতুল বারী সবুজসহ বিভিন্ন গনমাধ্যমের ব্যাক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশ টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি মোস্তফা কামাল।IMG_6080

অনুষ্ঠানে সিএইচটি টুডে ডট কমের সম্পাদক ফজলুর রহমান রাজন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা কোন ব্যাক্তি, গোষ্ঠী বা দলের মুখপাত্র হিসেবে কাজ করব না। সিএইচটি টুডে ডট কম সর্ব সাধারনের মুখপাত্র হিসেবে কাজ করবে। আমাদের এই চলার পথে অগনিত পাঠক, শুভ্যানুধায়ী ও শুভাকাঙ্খী সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনাদের সহযোগিতা ও পরামর্শ আমাদের চলার পথে প্রেরনা উৎসাহ যোগাবে।-IMG_6061
আলোচনা সভার শেষে সিএইচটি টুডে ডট কমে লগইন করে অতিথিরা এর শুভ উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 518 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen