শিরোনামঃ

সাইক্লোন ব্যান্ডের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির আসামবস্তীর সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন ব্যান্ডের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।Cyclene Band Picture 24-02-15-01
সোমবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো রাঙ্গামাটির আসামবস্তীর সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন ব্যান্ডের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। বিশাল আকারের কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাঙামাটির প্রবীন সাংবাদিক দৈনিক গিরিদর্পণের সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ।
এসময় রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস,এম শামসুল আলম, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঙ্গীত শিক্ষক সুরেশ ত্রিপুরা, আসামবস্তী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিন্টু মারমা, সাইক্লোন ব্যান্ডে ব্যান্ড লিডার জিকো মারমা, বিশিষ্ট সমাজ উন্নয়ন কর্মী ময়না মারমা, উসাং মারমা, রাঙামাটি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর, সঙ্গীত শিল্পী লিটন শীল প্রমূখ উপস্থিত ছিলেন। অুনষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মনসুর আহমেদ।
আলোচনাসভায় বক্তরা বলেন, পাহাড়ের প্রতীভাবান অনেক সঙ্গীত শিল্পীই লুকিয়ে আছে। সহযোগীতা ও পৃষ্ঠপোকতার অভাবে নিজেদের প্রতিভা বিকশিত করতে পারছেনা। এই প্রতিভাবান শিল্পীদের সহযোগিতায় সবাই এগিয়ে আসলে দেশে ও বিদেশে সঙ্গীতের জগতে সুনাম অর্জন করা সম্ভব তার বাস্তব প্রমান হচ্ছে বান্দরবানের মং মারমা। সকলের সহযোগিতায় মং বাংলাদেশ আইডলে ১ম স্থান অর্জন করেছে এটা আমাদের পার্বত্য এলাকার জন্য একটা বড় প্রাপ্তি ও গর্বের বিষয়।
বক্তারা রাঙামাটিতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংস ঘটনার উপর জিকো মারমার সম্প্রীতি নামে যে গানটি প্রচার হয়েছে তারও প্রসংশা করেন।
আলোচনা সভা শেষে সঙ্গীত পর্বে ভাষার মাসের প্রতি শ্রদ্ধা রেখে শুরুতেই আমার ভাইয়ের শক্তে রাঙ্গানো একুশ ফেব্রুয়ারী গানটি দিয়েই সঙ্গীতানুষ্ঠানের শুরু হয়। এরপর নিজের লেখা ও সুরের গানগুলোসহ চাকমা ও বাংলাগান গেয়ে হাজোরো দর্শককে মাতিয়ে রাখে সাইক্লোন ব্যান্ডের লিডার জিকো মারমা ও রাঙামাটির সঙ্গীত শিল্পী লাভলী আসাম, কিরিউ মারমা, প্রিয়া বড়–য়া, মনসুর আহমেদ, মিল্টন বাহাদুর ও লিটন শীল।
সঙ্গীত পরিবেশনার সময় বাদ্য যন্ত্রে সাইক্লোন ব্যান্ডের সদস্যদের মধ্যে ড্রামে কনক, কিবোর্ডে দেবু, লিড গিটারে জনি, বেইস্ গীটারে সেগী মারমা সহযোগিতা করেন।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 383 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen