শিরোনামঃ

রাঙামাটি আসনে এবার ৪টি ভোট কেন্দ্র বেড়েছে , ২০টি কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। এবার দশম জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনে ৪টি ভোট কেন্দ্র বেড়েছে। পুর্বে জেলার দশ উপজেলা নিয়ে গঠিত ৪৯টি ইউনিয়নের মধ্যে মোট ভোট কেন্দ্র ছিল ১৯৭টি এবার ৪টি বেড়ে দাড়িয়েছে ২০১টি। এছাড়া ১৪৪টি ভোট কেন্দ্রকে অধিক গুরুত্বপুর্ন হিসেবে চিহিৃত করার পাশাপাশি ২০টি কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে।

ফাইল ছবি

ফাইল ছবি

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবার দশম জাতীয় সংসদ নির্বাচনে এ জেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩ লাখ ৭২ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৫৯১জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৪৮ জন। গত নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ৩ লাখ ৫৫ হাজার।
এদিকে, এবার দশম জাতীয় সংসদ নির্বাচনে জেলার ১০টি উপজেলার ৪৯টি ইউনিয়নের ৪টি বৃদ্ধি করে ২০১টি ভোট কেন্দ্র করা হয়েছে। গত নবম জাতীয় সংসদ নির্বাচনে মোট কেন্দ্র ছিল ১৯৭টি। বৃদ্ধি করা ৪টি ভোট কেন্দ্র হল লংগদু উপজেলার ডানের নিু মাধ্যমিক বিদ্যালয়, জুড়াছড়ি উপজেলার বগাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিলাইছড়ি উপজেলার ফারুয়ার উড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সদর উপজেলার কতুকছড়ির দক্ষিন কতুকছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়।
নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলার ১০ টি উপজেলায় ১৯৭টি কেন্দ্রের মধ্যে ১৪৫ টি কেন্দ্র (গুরুত্বপুর্ণ) ঝুকিপূর্ণ। এসব কেন্দ্রের মধ্যে বাঘাইছড়ি উপজেলার ৩৮টি কেন্দ্রের মধ্যে ১৩টি, লংগদু উপজেলায় ২১টি কেন্দ্রের সবগুলো, নানিয়াচর উপজেলায় ১৪টি কেন্দ্রের মধ্যে ১২টি, বরকল উপজেলায় ১৭টির মধ্যে ১৩টি, জুরাছড়ি উপজেলায় ১২ টি কেন্দ্রের মধ্যে ১১টি, রাঙামাটি সদরে ৩৬টি কেন্দ্রের মধ্যে ২৫টি, কাপ্তাই উপজেলায় ১৮ টি কেন্দ্রের মধ্যে ৮টি, কাউখালী উপজেলায় ২০টি কেন্দ্রের মধ্যে ১৭টি, রাজস্থলী উপজেলায় ১০টি কেন্দ্রের মধ্যে ৯টি, বিলাইছড়ি উপজেলায় ১১টি কেন্দ্রের মধ্যে ৮টি এবং চন্দ্রঘোনায় ৯টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্র ঝুকিপুর্ণ বলে জানা গেছে।
এবারের নির্বাচনে রাঙামাটি আসনে ১৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য নির্বাচনী কাজে হেলিকপ্টারের সাহায্য নেয়া হতে পারে। পার্বত্য এলাকার যোগাযোগের দুর্গমতার কারণে এসব কেন্দ্রে নির্বাচনী মালামালসহ ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নির্ধারিত সময়ে হেলিকপ্টারযোগে আনা-নেয়া করা হবে। এসব কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২৪ হাজার ৪৬৩ এবং ভোট কক্ষের সংখ্যা হল ৫২টি। কেন্দ্রগুলো হচ্ছে- বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইছুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতলিং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিয়ালদাই লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তক্তানালা সরকারি প্রাথমিক বিদ্যারয়, ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়থলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন ভোটকেন্দ্র ফারুয়ার উড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের সিএম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় হরিণা ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামের মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়নের দুলুছড়ি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, মৈদং ইউনিয়নের শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুমদুম্যা ইউনিয়নের বস্তিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূয়াতলীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরকলক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বলিপাড়া রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দীন জানান, রাঙামাটি জেলায় ৪টি ভোট কেন্দ্র বেড়ে গিয়ে ২০১টি করা হয়েছে। আমরা কোন ঝুকিপুর্ন ভোট কেন্দ্রের তালিকা করি না এটি পুলিশ করে আইন শৃঙ্খলার স্বার্থে।
তিনি আরো জানান, চুড়ান্ত ভোটার তালিকা এখনো গেজেট আকারে আসেনি। চুড়ান্ত ভোটার তালিকায় অল্প সংখ্যক ভোটার বাড়তে পারে। তবে কিছু এখনো চুড়ান্ত হয়নি, এলাকায় নির্বাচনকালীন যা যা দরকার সব নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 513 বার পঠিত হয়েছে


Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. Pingback: Md Sumon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen