শিরোনামঃ

নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে

বান্দরবান বাংলাদেশী আইডলদের গণসংবর্ধনা দিতে প্রস্তুত, বিকালে শুরু হবে অনুষ্ঠান

সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। প্রথম বাংলাদেশী আইডল মংউচিং মারমা (মং) কে আজ শুক্রবার গণ সংবর্ধনা দেয়া হবে বান্দরবানে। এ লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।DSC00299

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বান্দরবান স্টেডিয়ামে পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, পৌরসভা, সেনা রিজিয়ন, জেলা পুলিশসহ স্থানীয়দের বিভিন্ন সংগঠনের আয়োজনে বিকাল ৪ টায় এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে।

অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে বান্দরবানে নজির বিহীন নিরাপত্তাসহ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গুরুত্বপূর্ন সড়কগুলোতে আলোকসজ্জাসহ নির্মান করা হয়েছে অসংখ্য তোড়ন। এদিকে অনুষ্ঠান চলাকালীন বিদ্যুৎ সরবরাহ নির্বিঘœ করতে বসানো হয়েছে স্টেডিয়াম চত্তরে উচ্চ ক্ষমতার দুইটি ট্রান্সফরমার ও উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর, আর পৌরসভার সহযোগিতায় বিশাল মঞ্চ তৈরি করছে এসএ টিভি কর্তৃপক্ষ। মূল অনুষ্টান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। চলবে রাত ১০ টা পর্যন্ত।

এস.এস টিভির ডেপুটি প্রোগ্্রাম অফিসার মাসুদ জামান বলেন, গণসংবর্ধনায় শুধু মং ছাড়া আরিফ, মন্টি, পঙ্কজসহ বাংলাদেশী আইডলের সেরা ১২ শিল্পীকে এরই মধ্যে বান্দরবান নিয়ে আসা হয়েছে। বেলা ৩টায় আইডল মংকে ঢাকা থেকে বিশেষ হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে আসা হবে বান্দরবানে। বান্দরবান সেনাবাহিনীর হেলিপ্যাডে অবতরণের পর মং মটর শোভাযাত্রা সহকারে সরাসরি চলে আসবেন অনুষ্ঠানস্থলে। তার পর শুরু হবে সংবর্ধনা পর্ব।DSC00293

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, নিরাপত্তাসহ সংবর্ধনার সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। অনুষ্ঠানে দেশের নামিদামী শিল্পিদেরও অংশ নেয়ার কথা রয়েছে। প্রায় ৩০ হাজার লোকের সমাগম হবে আজ পুরো ষ্টেডিয়ামে।

অনুষ্ঠানটি বান্দরবান ষ্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে এসএ টিভি।

 

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 462 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen