শিরোনামঃ

নতুন বছরে রাজনৈতিক অস্থিরতা নয় চাই শান্তিপুর্ন সহাবস্থান

একটি রাত, রাত গড়িয়ে সকাল, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে আবারো রাত। তেমনি সেকেন্ড গড়িয়ে মিনিট, মিনিট গড়িয়ে ঘন্টা, ঘন্টা গড়িয়ে দিন এভাবে হিসেব করে চলে আমাদের জীবন ধারা।Chttoday newYear 0011

দেখতে দেখতে আরো একটি বছর আমাদের মাঝ থেকে চলে গেলো। শুরু হলো নতুন আরেকটি ইংরেজী বছরের যাত্রা। সিএইচটি টুডে ডট কম পরিবারের সদস্য, বিজ্ঞাপনদাতা, শুভ্যানুধায়ী, কলা কুশলী ও পাঠক সকলের প্রতি রইল নব বর্ষের শুভেচ্ছা। সবাইকে ইংরেজী নব বর্ষ ২০১৬ ইং এর শুভেচ্ছা।

২০১৫ সন জাতীয় রাজনীতির পাশাপাশি আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যেও ছিল অস্থিরতা। ২০১৬ সনে বছরের শুরুতে আগামী ৩ জানুয়ারী পৌরসভা নির্বাচন এবং শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সকাল সন্ধ্যা সড়ক ও নৌ পথ অবরোধ কর্মসুচী ঘোষনা করেছে। প্রত্যেক কর্মসুচী যেন শান্তিপুর্ন হয় রাজনৈতিক দলগুলোর কাছে এমনটা প্রত্যাশা করে সাধারন জনগন। যে জাতি ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে সে জাতি পিছিয়ে পড়তে পারে না। দেশের দুটি রাজনৈতিক দলসহ সকল রাজনৈতিক দলের কাছে গনতন্ত্রকামী মানুষের প্রত্যাশা অনেক বেশী। তাই হিংসা কিংবা প্রতিহিংসা দিয়ে নয় ভালোবাসা দিয়ে তারা জনগনের সেবা নিজেদের নিয়োজিত করবেন এমনটা প্রত্যাশা সবার।

নতুন বছরে পাহাড়ে সংঘাত নয়, সহিংসতা নয়, হানাহানি নয়, রাজনৈতিক অস্থিরতা নয় সবাই একটি শান্তিপুর্ন সহাবস্থানে থাকবেন এমনটা দাবি সাধারন মানুষের। আমরাও মনে করি সকলের রাজনৈতিক কর্মসুচী দেয়ার অধিকার আছে কিন্তু সেটা যেন হয় সহনশীল, গনতান্ত্রিক ও শান্তিপুর্ন।

নতুন বছরে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম তথা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জাতি ধর্ম বর্ন , দলমত নির্বিশেষে সকলের প্রতি নব বর্ষের আন্তরিক শুভেচ্ছা রইল। সবার ভালোবাসায় সিএইচটি টুডে ডট কম নতুন বছর শুরু করতে চায়। তাই সবাইকে আবারো ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা। সবাই সব সময় আমাদের পাশে থাকবেন আমাদের সহায়তা করবেন এমনটা প্রত্যাশা সবার কাছে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 394 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen