শিরোনামঃ

উদীচীর নজরুল জন্মজয়ন্তীতে বক্তারা

নজরুলের সৃষ্টিশীল চেতনা নতুন প্রজন্মকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ভুমিকা রাখবে

সিএইচটি টুডে ডট কম,রাঙামাটি। অসম্প্রদায়িক মুক্তচিন্তা ও বিদ্রোহী কবি হিসেবে জীবনে পথচলার ক্ষেত্রে জাতীয় কবি আমাদের প্রেরনা যোগায়। নজরুলের সৃষ্টিশীল চেতনা নতুন DSC04975প্রজন্মকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ভুমিকা রাখবে।
সোমবার সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটির রিজার্ভ বাজার শাখা সংসদের উদ্যেগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।ররিজার্ভ বাজার শাখার আহবায়ক স্বপন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি খেলাঘর আসরের সভাপতি সুনীল কান্তি দে,বিশেষ অতিথি ছিলেন উদীচী রাঙামাটি জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদার,সিলেট উদীচীর সহ-সভাপতি মাধব রায়,বিশিষ্ট সাংবাদিক ও রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ মো: মোস্তফা কামাল,পৌর কাউন্সিলর কালায়ন চাকমা,বিপ্লব চৌধুরী,সাগর পাল,সুচয়ন চৌধুরী।
বক্তারা বলেন,বহুমুখী প্রতিভার কবি শৈশব থেকেই তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন।কবির স্মৃতি বিজড়িত তথ্য,সংকলন,স্বহস্তে লিখিত বিভিন্ন রচনা নজরুল ইনষ্টটিউটের মাধ্যমে সংরক্ষন এবং প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেযার ব্যবস্থা নিতে হবে।
বক্তারা আরো বলেন,দারিদ্র্যের মধ্যে থেকে নজরুল লেখাপড়ার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেন।সঙ্গীতের সকল শাখায় যার বিচরন তিনি আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম।
অনুষ্ঠানে নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এদিকে, ১১৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে রিজার্ভ বাজার উদীচী শাখা মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
উদীচী রিজার্ভ বাজার শাখার সদস্য রিপন ঘোষ এর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্টানের শুরুতে উদীচীর শিল্পীরা সমবেত কন্ঠে মোরা ঝঞ্জার মতো উদ্যাম বিখ্যাত এ নজরুল সঙ্গীত পরিবেশন করেন।এরপর পরেই প্রিয়া বড়–য়া পরিবেশন করেন অরুন রাঙা গোলাপ কলি— এ নজরুল সঙ্গীতটি। এ গানটির পরিবেশনের পর নজরুলের লেখা মানুষ কবিতাটি আবৃত্তি করে শোনান চিরন্তন মনি নাথ। অনুষ্টানের শেষের দিকে উদীচীর ছোট্ট শিল্পীরা পরিবেশন করেন, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা।
নজরুল জন্ম জয়ন্তী অনুষ্টানের পরিসমাপ্তিতে রিজার্ভ বাজার শাখার যুগ্ন-আহবায়ক বিপ্লব চৌধুরী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন,সকলের আন্তরিক সহযোগিতায় কবি নজরুল ইসলামের ১১৬ তম জন্মজয়ন্তী অনুষ্টান সফল ভাবে সম্পন্ন হয়েছে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 478 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen