শিরোনামঃ

চট্টগ্রাম শিল্পকলায় কথক থিয়েটার এর নাটক ‘একুশের ইতিবৃত্ত’ মঞ্চায়ন

সিএইচটি টুডে ডট কম, চট্টগ্রাম। মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কথক থিয়েটার এর আয়োজনে শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের অনিরুদ্ধ মঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলা আমার গর্ব, বাংলা আমার অহংকার’ শীর্ষক অনুষ্ঠানমালা। wp_ss_20160226_0001
এতে কথক থিয়েটারের প্রযোজনায় শোভনময় ভট্টাচার্য রচিত ও নির্দেশিত নাটক ‘একুশের ইতিবৃত্ত’ মঞ্চায়ন করা হয়। এতে কথকের নিয়মিত শিল্পীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু ।

Taken with Lumia Selfie

Taken with Lumia Selfie

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন মোজাহিদুল ইসলাম ও দিলরুবা খানম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কথক থিয়েটারের প্রধান সমন্নয়ক মোহাম্মদ শাহ আলম।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 536 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen