শিরোনামঃ

খাগড়াছড়ি মং সার্কেলের ঐতিহ্যবাহী রাজপূন্যাহ অনুষ্ঠিত

সিএইচটি টুডে ডট কম,খাগড়াছড়ি। উৎসব ও আনন্দমুখর পরিবেশে আজ শনিবার খাগড়াছড়িতে পালিত হয়েছে মং সার্কেলের ঐতিহ্যবাহী রাজস্ব আদায়ী উৎসব mong raja pic 01রাজপুন্যাহ। 

দশম রাজপুন্যাহ পালন করতে সকাল থেকে মং সার্কেলের সর্বস্তরের নারী-পুরুষ ও শিশুদের পদ চারনায় উৎসবমুখর হয়ে উঠে খাগড়াছড়ি শহরের মধুপুরস্থ রাজ বাড়ি। মূল আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল ১১টায়। প্রথমে খাগড়াছড়ি মং সার্কেলের অষ্টম রাজা সাচিং প্র“ চৌধুরীকে তার নিজস্ব নিরাপত্তা বাহিনী গার্ড অব অনার প্রদান করে। তার পর রাজকীয় বেশে নিজস্ব নিরাপত্তা বাহিনী বেষ্টীত রাজা অনুষ্ঠানস্থলে এসে পৌছান। এসময় রাজাকে বরন করে নেন নব নির্বাচিত সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা ও বিভিন্ন পর্যায়ের শীর্ষ সরকারী কর্মকর্তারা। দুপুর একটায় মং রাজা সাচিং প্র“ চৌধুরী উপস্থিত সূধীমন্ডলী ও প্রাণপ্রিয় প্রজাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। পরে মং সার্কেলের ৮৮জন মৌজা প্রধান ও ৮শত জন গ্রাম প্রধান আনুষ্ঠানিক ভাবে রাজার হাতে বাৎসরিক ভুমি কর তুলে দেন।mong raja pic 04

এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে খাগড়াছড়ি সদর সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল আলী রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মোঃ মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের শাসন ব্যাবস্থায় ঐতিহ্যবাহী প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে খাগড়াছড়ি মং সার্কেলের রাজস্ব আদায়ী উৎসব রাজপূন্যাহ প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 464 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen