শিরোনামঃ

রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে

ভোট জালিয়াতি ও অনিয়মের অভিযোগে নির্বাচন থেকে সরে দাড়ালেন সৈকত রঞ্জন চৌধুরী

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে ভোট জালিয়াতি ও অনিয়মের অভিযোগে এনে বেলা ৩টার দিকে নির্বাচন থেকে সরে দাড়ালেন সাধারন সম্পাদক পদপ্রার্থী ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা সৈকত রঞ্জন চৌধুরী। শুক্রবার দুপুরে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটিতে রেড ক্রিসেন্ট নির্বাচনে ব্যাপক অনিয়ম দূর্নীতিও দলীয়করণসহ জাল ভোট দেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন, একটি আন্তর্জাতিক স্বেচ্চাসেবি সংগঠন রেডক্রিসেন্ট এর নির্বাচনে নজিরবিহীন জালভোট প্রদান,নির্লজ্জ দলীয়করণ এবং হামলা চেষ্টার মাধ্যমে সকল রীতি নীতির উপরই আঘাত করা হয়েছে। দলীয় কর্মীদের নতুন ভোটার করা,কেন্দ্র পরিবর্তন করে একটি বিশেষ এলাকায় নিয়ে যাওয়া এবং একজন প্রার্থীর পক্ষে ব্যাপকভাবে দলীয় প্রচারণার প্রেক্ষিতে আমি আগেই এই রকম কিছু শংকা করেছিলাম এবং নির্বাচনের ১২ দিন আগেই লিখিত অভিযোগও করেছিলাম,কিন্তু নির্বাচন পরিচালনা কমিটি নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তাই আমি নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে বাধ্য হলাম। আফসোস, একটি নির্দলীয় প্রতিষ্ঠানকে নির্লজ্জ দলীয়করণ করার মাধ্যমে প্রতিষ্ঠানটির কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া হলো।’

সৈকত বলেন,‘আমি জালভোটের প্রতিবাদ জানালে আমার দিকে তেড়ে আসে যুবলীগ নেতা এনএম জাহাঙ্গীর,তৈয়ব আলীসহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। পরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের চাপের মুখে আমাকেই কেন্দ্র থেকে বের করে দিতে দফায় দফায় চেষ্টা করে পুলিশ। এরই এক পর্যায়ে দুপুর একটায় নির্বাচন থেকে সড়ে যাওয়ার ঘোষণা দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে আসি আমি।’

এদিকে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে বেশীর ভাগ ভোটারের উপস্থিতি না থাকলেও উপস্থিতি দেখানো হয়েছে আশি ভাগ। আর বেশীর ভাগ ভোট জাল দেয়া হয়েছে দাবি সৈকত রঞ্জনের। এদের মধ্যে রয়েছেন সাবেক বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, দুই বছর ধরে সৌদি আরবে অবস্থান করা শহরের পুরানপাড়ার বাদশা আলমগীর, শুক্রবার বাঘাইছড়িতেই অবস্থান করা উপজেলা বিএনপির সভাপতি জাবেদুল আলম,মায়ের মৃত্যুজনিত মিলাদ মাহফিলের কারণে কাউখালীতে থাকা জসীমউদ্দীনসহ অসংখ্য অনুপস্থিত ভোটারের ভোট পড়েছে শুক্রবার রাঙামাটি শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবি সংগঠন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র রাঙামাটি ইউনিট এর নির্বাচনে !
রেডক্রিসেন্ট সোসাইটির বিগত কমিটির সদস্য মো: জসীমউদ্দীন বলেছেন, আমিতো শুক্রবার সারাদিন কাউখালীতেই। আমার মায়ের মৃত্যুর কারণে পারিবারিকভাবে একটি মিলাদ মাহফিলের আয়োজন নিয়ে ব্যস্ত ছিলাম। শুনলাম আমার ভোটও দিয়ে দেয়া হয়েছে। এটা লজ্জাজনক।’

এদিকে নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ নিজেরা ভোট দিতে পারেন না এমন নিয়ম প্রচলিত থাকলেও দেখা গেছে প্রধান নির্বাচন কমিশনার বেলায়েত হোসেন ভুইয়াকে ভোট দিতে।

এই বিষয়ে কথা বলার জন্য মাহফুজুর রহমানকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রধান নির্বাচন কমিশনার বেলায়েত হোসেন ভুইয়া বলেন,নির্বাচন সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ হয়েছে। সৈকত রঞ্জন কেন বা কি জন্য সংবাদ সম্মেলন করেছেন তা আমি জানি না। নির্বাচনে কারও পক্ষ নেওয়া হয়নি।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 555 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen