শিরোনামঃ

বিশ্ব বাবা দিবস

বাবা ও বান্ডুলে ছেলের গল্প

বাবা…। বিশ্ব বাবা দিবসের শুভেচ্ছা তোমায়। আমি তোমার বান্ডুলে সে ছেলে। ছোট বেলো থেকে অদ্যবদি আমার সব ইচ্ছে পূরণে যথেষ্ট ইচ্ছে ও চেষ্টা তোমার। অনেক জনকে বলেছি, অনেক বার বলেছি এখনো বলছি আমার জীবনে কোন কিছু অর্পূণতা রাখোনি তুমি। সবচেয়ে বড় পূর্ণতা আমাকে এ পৃথিবী দেখতে দিয়েছ তুমি।Nuruchsafa Manik,

সাধ্যের উর্ধ্বে দিয়েছ তুমি, দিচ্ছো জানি দিবা। কিন্তু আমি কতটুকু পারছি তোমার সে ভালবাসাকে সম্মান দিতে। জানিনা আমাকে নিয়ে কি স্বপ্ন ছিলো তোমার। কখনো মনের অজান্তেও তোমাকে জিজ্ঞাসা করিনি। হয়তো করার সাহসও নেই। পরিবারের সকলের পছন্দের ছেলেটি কখনো ঝুকিপূর্ণ কোন কাজ করবে সেটি কখনো কেউ ভাবেনি। জানি এখনো অনেকের ভাবতে কষ্ট হয়।

বান্ডুলে এ আমি পরিবারের, তোমার, সকলের ইচ্ছের বাইরে গিয়ে, তোমার স্বপ্নের বাইরে গিয়ে নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়েছি। কিন্তু তারপরও তুমি আমায় নিষেধ করোনি। মায়ের বাঁধা থাকা স্বর্থেও ছোটবেলায় যেমন আমার অনেক আবদার তুমি পূর্ণ করতে ঠিক সেসময়ও তুমি আমার অবদারটুকু পূর্ণ করেছ। হাতেখড়ির শুরুতে উপহার হিসেবে তুলে দিয়েছ ক্যামেরা। যেটি আমার জীবনের সবচেয়ে বেশী মূল্যবান উপহার। তোমার দেয়া ক্যামেরা দিয়ে অনেক ঘটনা, গল্পের ও ফিচারের ছবি হয়েছে। কিন্তু সেটি দিয়ে তোমার একটি ছবি ছাড়া আর বেশী ছবি তোলা হয়নি। আজ(বাবা দিবসে) তোমাকে নিয়ে ভাল একটি ছবি দিতে পারলাম না। নিজেকে অনেক বেশী অপরাধী লাগছে।

তোমাকে নিয়ে অনেক লেখা যায়, কিন্তু বান্ডুলে এ আমি হয়তো তা উপলব্ধি করতে পারিনি। তোমাকে অনেক ভালবাসি বাবা। তোমার এ বান্ডুলে ছেলের জন্য দোয়া করো।
আমার বটবৃক্ষের ছায়া, আমার জন্মদাতার জন্য সকলে দোয়া করবেন।

 

লেখক: নুরুচ্ছাফা মানিক, খাগড়াছড়ির কনিষ্ঠ সংবাদকর্মী॥

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 621 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen