সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। সারাদেশের মত খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও নানা কর্মসুচীর মধ্যেদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ভোরে চেঙ্গী স্কোয়ার সংলগ্ন শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে প্রথমে মুক্তিযোদ্ধারে পক্ষ থেকে,পরে শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আনুষ্ঠানিকভাবে পুস্পস্তবক অর্পন করেন। এর পর জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম,খাগড়াছড়ি বিশেষায়িত আমর্ড পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি আরঙ্গজেব মাহবুব,,পুলিশ সুপার আলী আহমদ খান,খাগড়াছড়ি প্রেসক্লাব, জেলা আওয়ামী লীগ,বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষথেকে আনুষ্ঠানিকভাবে পুস্পস্তবক অর্পন করা হয়।
সকাল ৮টায় খাগড়াছড়ি ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয়পতাকা উত্তোলন,কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদশনীর আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত অন্যান্য কর্মসুচীর মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ,আলোচনা সভা ,পুরস্কার বিতরণ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামান্য চলচিত্র প্রদর্শনী ইত্যাদি।