সিএইচটি টুডে ডট কম,খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর এলাকায় দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় মিলনপুর এলাকার কালভার্টের উপর মো: রাসেল(১৭) কে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম নেয়ার পথে রাত ৯টায় তার মৃত্যু হয়।
নিহত মো: রাসেল খাগড়াছড়ি সদরের হরিনাথপাড়া এলাকার মো: নূর হোসেনের ছেলে।
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা নিহত মো: রাসেলকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কী কারণে কারা রাসেলকে হত্যা করেছে সে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।