শিরোনামঃ

কাউন্সিলের ২ বছর পর ৭১ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা আওয়ামীলীগের কমিটির অনুমোদন

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দলীয় কাউন্সিলের প্রায় ২ বছর পর ৭১ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা আওয়ামীলীগের কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ২০১২ সনের ৮ডিসেম্বর রাঙামাটি জেলা আওয়ামীলীগের ALকাউন্সিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গত ৫ অক্টোবর ২০১৪ তারিখে স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা যায়।
নতুন কমিটির প্রথম সভা শুক্রবার রাঙামাটি জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় এই কমিটি পার্বত্য অঞ্চলের উন্নয়নে এবং আওয়ামীলীগের ভীতকে আরো শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেছেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেজলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এই কমিটি অনুমোদন করেন আজ এই কমিটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হলো।
ঘোষিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সভাপতি দীপংকর তালুকদার, সহ-সভাপতি মাহবুবুর রহমান, চিংকিউ রোয়াজা, এডভোকেট পরিতোষ দত্ত, রহুল আমিন, অনিল চন্দ্র তঞ্চঙ্গ্যা (অপহৃত), হাজী মোঃ কামাল উদ্দিন, নিখিল কুমার চাকমা, অংচাপ্রু মারমা, আব্দুল্লাহ হেল ওয়ালী।
সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, যুগ্ম সম্পাদক কে এম জসিম উদ্দিন বাবুল, সন্তোষ কুমার চাকমা, আব্দুল মতিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, প্রচার সম্পাদক মমতাজুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরুন বিকাশ চাকমা, মহিলা বিষয়ক সম্পাদিকা জেএফ আনোয়ার চিনু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক চিত্তরঞ্জন দাশ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ শাহ আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক দীপক দেওয়ান, শিল্প ও বাণিজ্য সম্পাদক আবুল কাশেম, শ্রম সম্পাদক মোঃ হানিফ (চন্দ্রঘোনা), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ইসহাক, স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক জ্যোতির্ময় চাকমা কেরল, সাংগনিক সম্পাদক মফিজুল হক (কাপ্তাই), সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক জাকির হোসেন সেলিম, উপ-প্রচার সম্পাদক অমর কুমার দে, কোষাধ্যক্ষ হাজী নজির আহম্মদ।
জেলা কমিটির সদস্যরা হলেন, আব্দুল ওয়াদুদ, সাখাওয়াত হোসেন রুবেল, শামীমা রশিদ, আঃ করিম বালি, জাহিদ আক্তার, নুরুল আজম চৌধুরী, রফিক তালূকদার, আমির হোসেন, মেনং রাখাইন, এস,এম চৌধুরী, জাফর আলী খান, সুত্র চাকমা, আমজাদ হোসেন, চারু বিকাশ চাকমা, লুৎফর রহমান, শীলা রায়, জাকির হোসেন চৌধুরী, মোঃ সোলায়মান চৌধুরী, নিউ চিং মারমা, জয় সেন তঞ্চঙ্গ্যা, অমর কুমার তঞ্চঙ্গ্যা, মিন্টু মারমা, ইউসুফ আলী খান, আনোয়ার হোসেন বাচ্চু, আব্দুর রব ফরাজী, বাদল চন্দ্র দে, সন্তোষ কুমার খীসা, শফিকুল ইসলাম, বাবলা মিত্র, আনোয়ার মিয়া বানু, মং উ চিং (ময়না) সমরেশ দেওয়ান, ত্লোয়াং পাংখোয়া, প্রদীপ বড়ুয়া। জাতীয় কমিটির সদস্য মাহবুবর রহমান।
রাঙামাটি জেলা কমিটির উপদেষ্ঠা মন্ডলীর সদস্যরা হলেন, ইসহাস সওদাগর, রহুল আমিন, হাজী আলতাফ আলি সওদাগর, মীর মোহাম্মদ ইউনুস, হাজী আহমদ মিয়া খলিফা, আহম্মেদ মিঞা, মোঃ শহিদুল ইসলাম, আবদুল হালিম, আবুল কাশেম কন্ট্রাক্টর, উ থোয়াই মিন, করুনা মোহন চাকমা, আবু তাহের বীর, কালাচান চাকমা, বন বিহারী চাকমা, শাম্যমিত্র বড়ুয়া, যতীন্দ্র লাল তঞ্চঙ্গ্যা, দ্বিতীয় চন্দ্র চাকমা, কাশেম খাঁ, কনক বরণ চাকমা, আব্দুল কাদের, আবু বকর সিদ্দিকী, নব কুমার তঞ্চঙ্গ্যা, দীপক ভট্টাচার্য, রাখাল দাশ, যতীন চন্দ্র তঞ্চঙ্গ্যা, কর রতন কার্বারী ও দীপক দেওয়ান।
কমিটি অনুমোদনের সময় ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে।

Print Friendly, PDF & Email

Share This:

খবরটি 690 বার পঠিত হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Time limit is exhausted. Please reload CAPTCHA.

ChtToday DOT COMschliessen
oeffnen